রবিবার, এপ্রিল ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম এর মতবিনিময়

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টায় রিপোর্টার্স ক্লাবে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত প্রায় ১৭বছর রাজপথে থেকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা পালিয়ে গেলেও এখনো সেই কাঙ্খিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। দেশি বিদেশি বিভিন্ন চক্র নানাভাবে ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেটি যথাযথভাবে ভাবে বাস্তবায়ন ও দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে দেশ স্থিতিশীল হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

তিনি ৩১দফা প্রস্তাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদদের সাথে মিলেমিশে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

রিপোর্টার্স ক্লাবের সদস্য সহকারী শিক্ষক আবু হাসান ও উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম।

জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলার আহবায়ক সহকারী অধ্যাপক শেখ খায়রুজ্জামান রনজু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অধ্যাপক ডা. শহিদুল আলম এর দীর্ঘ ত্যাগ তিতিক্ষা ও দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি তার অসাধারণ মায়া মমতা, সহযোগিতা, চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে গণমানুষের নেতা ডা. শহিদুল আলম বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তারা সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে চারটির পরিবর্তে অতীতের সেই ৫টি আসন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানান।

এসময় উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য খায়রুল আলম, বিএনপি নেতা রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শোকর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শিরুজ্জামান শিরুসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

জি,এম আল ফারুক, আশাশুনি ব্যুরো: আশাশুনির বিছটে আকস্মিক বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনেবিস্তারিত পড়ুন

আশাশনির শ্রীউলার ঢালীরচক সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের নতুন কমিটির আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার। আশাশনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ঢালীরচক সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দবিস্তারিত পড়ুন

কলারোয়া গদখালী ঈদ প্রীতি ক্রিকেট খেলায় সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম এর দলের জয়

কলারোয়া(বিশেষ প্রতিনিধি): (৫ এপ্রিল) শনিবার কলারোয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড গদখালী গ্রামেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুরে জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম এর দলের জয়
  • সাতক্ষীরার বেড়িবাঁধ ভাঙ্গন এলাকায় নৌবাহিনীর দ্বিতীয়বার জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা
  • কলারোয়ায় মাছ ধরা কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, আটক আপন ২ ভাই
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  • কাজী রওনকুল ইসলাম শ্রাবনের পৃষ্ঠপোষকতায় কেশবপুর বিএনপি’র নেতাকর্মীদেরকে নিয়ে ঈদ পূর্ণমিলনী
  • ঈদের ৮দিন ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • অষ্টমীর স্নানে ব্রহ্মপুত্র তীরে মানুষের ভিড়
  • হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত, বিশ্বাস প্রেস সচিবের
  • কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন, অপর ২ ভাই আটক
  • সুন্দরবনে পরিবারের সঙ্গ: কাইয়ুম রাজের আনন্দঘন ভ্রমণ