কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কুৎসা রটনার প্রতিবাদে দেবহাটায় ছাত্রদলের সংবাদ সম্মেলন


দেবহাটা প্রতিনিধি: সুষ্ঠ ভোট প্রক্রিয়াকে বিতর্কিত করার লক্ষ্যে ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দরা।
বুধবার (৭ মে) দুপুরে দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শিমুল হোসেন।
লিখিত বক্তব্যে বলেন, সুষ্ঠ ভোট প্রক্রিয়াকে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কুৎসা রটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা (রুন্টি) এর সভাপতিত্বে ও সদস্য সচিব শিমুল হোসেন এর সঞ্চালনায় সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের একটি সুন্দর ও স্বচ্ছ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশন কে কেন্দ্র করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। গণতান্ত্রিক পন্থায়, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া একটি নির্বাচনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হেয় করার ঘৃণ্য অপচেষ্টা চলছে। এই মহলের একমাত্র লক্ষ্য-ছাত্রদলের ঐক্য বিনষ্ট করা, নেতৃত্বের ভিত নড়বড়ে করা এবং সংগঠনের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়ানো। আরো জানান, গত ০৪ মে ২০২৫ তারিখ রোজ রবিবার সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে ইমরান হোসেন ও রাকিব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ও শরিফুল ইসলাম বাবু প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে কেন্দ্রীয়, জেলা, উপজেলা, কলেজ ছাত্রদল, দেবহাটা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সরাসরি উপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রকাশ্যে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ইমরান হোসেন ১০২ ভোটে জয় হন এবং রাকিব হোসেন ৮৭ ভোটে পরাজিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৯৮ ভোট পেয়ে জয়ী এবং শরিফুল ইসলাম বাবু ৮৭ ভোট পেয়ে পরাজিত হন। ওইদিন ভোট গ্রহণ ও গণনা শেষে কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবং কলেজ অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিজয়ীদের পরিচয় করিয়ে দেন। এরপর সকলে আনন্দঘন পরিবেশে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন ও পারুলিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন। ঠিক এই সময়েই সদ্য অব্যাহতি পাওয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ও তার অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়। তারা রাস্তায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে চিৎকার করে পুনরায় ভোট গণনার দাবি তুলে অশোভন আচরণ করে এবং পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সাতক্ষীরায় গিয়ে ভোট পুনরায় গণনার পরামর্শ দেন। কিন্তু এই মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপ-তৎপরতা চালায়। এটি স্পষ্টই একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। যার উদ্দেশ্য-স্বপ্ন নির্বাচনি প্রক্রিয়াকে বিতর্কিত করা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হেয় করা সংগঠনের শৃঙ্খলা নষ্ট করা। আমরা জোর গলায় বলতে চাই-এই নির্বাচন ছিল শতভাগ বৈধ ও সাংগঠনিকভাবে সঠিক। ব্যক্তি স্বার্থ ও উচ্চাশা দিয়ে ছাত্রদলের গঠনতন্ত্র ও নেতৃবৃন্দকে চাপা দেওয়া যাবে না। যারা কেন্দ্রীয় নেতাদের হেনস্থা করেছে, তারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরি। ছাত্রদল আদর্শ, নেতৃত্ব ও শৃঙ্খলার নাম। যে কেউ এই ভিত্তির বিরুদ্ধে অবস্থান নেবে, তার স্থান ছাত্রদলে নেই। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন (তুহিন), সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা (রুন্টি), সিনিয়র যুগ্ম আহবায়ক অহেদ আলী, যুগ্ম আহবায়ক শামীম হোসেন সহ আরো অনেকে।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
