শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-টেন লিগে দল পেয়েও নাসিরদের শঙ্কা!

আপাতত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এনওসি না দেওয়ার পক্ষে বিসিবি। শেষ পর্যন্ত এমনটা বাস্তবে হলে, টি-টেন লিগে দল পাওয়ার পরও আসরে খেলা হচ্ছে না কোন টাইগার ক্রিকেটারের। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, করোনাকালে বিদেশি লিগ খেলার ব্যাপারে ক্রিকেটারদের নিরুৎসাহিত করছেন তারা।

এ নিয়ে ক্রিকেটপাড়ায় সারাদিন চলে গুঞ্জন। গণমাধ্যম কর্মী থেকে ক্রিকেটার, সবার মধ্যেই চাপা এক উত্তেজনা। মুখে যেন কুলুপ এঁটেছেন সবাই। আনুষ্ঠানিকভাবে শেষ পর্যন্ত আসেনি কোনো সুরাহা।

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাইঞ্জাইজিভিত্তিক টুর্নামেন্ট টি-টেনে বাংলাদেশ থেকে সুযোগ মিলেছে ৬ ক্রিকেটারের। যদিও তাদের কাউকেই এখনও অনাপত্তিপত্র অর্থাৎ এনওসি দেয়নি বিসিবি। আদৌ দেয়া হবে কিনা তা নিয়ে আছে দ্বিধা-দ্বন্দ্ব।

৮ দলের এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হয়েছে বুধবার (২৪ ডিসেম্বর)। যেখানে বাংলা টাইগার্স দলে আছেন দুই অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব আর শেখ মাহেদী হাসান। আরেক দল মারাঠা অ্যারাবিয়ানসে আছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। মারাঠাতে থাকছেন আরো দুই বাংলাদেশি, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোক্তার আলী।

তবে, প্লেয়ার ড্রাফটের অবাক করা বিষয় ছিল স্পিনিং অলরাউন্ডার নাসির হোসেনের দল পাওয়া। ফিটনেস পরীক্ষায় উৎরাতে না পারায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে না পারা নাসির, জায়গা পেয়েছেন পুনে ডেভিলসের ডাগআউটে। তবে আসরে তাদের অংশগ্রহণ নিয়ে কাটেনি কোনো ধোঁয়াশা।

বিসিবির একাধিক সূত্র বলছে শুধু টি-টেনই নয়, ২০২১ সালে অন্যদেশের কোনো লিগেই নাকি টাইগার ক্রিকেটারদের দেওয়া হবে না কোন অনাপত্তিপত্র। এর কারণ ব্যস্ত শিডিউল আর করোনাকাল। থাকবে আক্রান্ত হওয়ার আর সংক্রমিত করার ঝুঁকিও।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘আপাতত করোনাকালে কাউকেই অনাপত্তিপত্র দেওয়ার কথা ভাবছি না। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সে লক্ষ্যে অনুশীলন শুরু হবে। সেখানে অনেক ক্রিকেটার আছে। তাই বিষয়টি এখনো কোন সিদ্ধান্ত নেইনি আমরা।’

জানুয়ারিতে ক্যারিবিয়ানরা আসবে বাংলাদেশে। সেই সিরিজের জন্য ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। টি-টেনে ডাক পাওয়া ৬ জনের ৪ জন অর্থাৎ মোসাদ্দেক-তাসকিন-আফিফ আর মাহেদী বেশ ভালোভাবেই আছেন বিসিবির পরিকল্পনায়। তাইতো তাদের নিয়ে কোন ঝুঁকি নিতে নারাজ দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আপাতত দৃষ্টি ক্যারিবিয়ান সফরেই।

সেক্ষেত্রে প্রশ্ন থাকছে, জাতীয় দলে আপাতত পরিকল্পনার বাইরে থাকা দুই ক্রিকেটার নাসির আর মোক্তারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড? তাদেরও কি দেয়া হচ্ছে না এনওসি?

এ ব্যাপারে ভিন্নমত আছে বোর্ড পরিচালকদের। একপক্ষ চাইছেন নাসির-মোক্তার খেলুক। অন্যপক্ষ আপাতত কাউকেই সুযোগ দেয়ার বিপক্ষে।

২৮ জানুয়ারি শুরু হয়ে ১০ দিনের টি-টেন টুর্নামেন্ট শেষ হবে ৬ ফেব্রুয়ারি। জানুয়ারির তৃতীয় সপ্তাহেই টি-টেনের ৮ দল শুরু করবে ক্যাম্প। তবে সেখানে থাকবেন কিনা বাংলাদেশের কোন ক্রিকেটার, উত্তর জানার জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

একই রকম সংবাদ সমূহ

নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আইপিএলের বিজয় অনুষ্ঠানে পদপিষ্টের জের। বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হলো নারী ওয়ানডেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতিবিস্তারিত পড়ুন

ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রিকেটারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা
  • শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সপ্তগ্রামের জয়
  • কলারোয়ার‌ কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের ২য় খেলোয় স্বাগতিকদের জয়
  • ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস
  • বিরল ঘটনা ফুটবলে, দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে বাংলাদেশ-ভুটান ম্যাচ
  • তালায় জুলাই আহ*ত-নিহ*তদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট
  • ‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’
  • মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল