সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জোরপূর্বক জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ!

তালা উপজেলার পল্লীতে অসহায় এক পরিবারের জোরপূর্বক জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল) উপজেলার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী গ্রামে উক্ত ঘটনা ঘটে। ঐ গ্রামের মৃত আবুল হোসেন মোড়লের পুত্র রফিকুল মোড়ল, তার পুত্র হারুন অর রশিদ টিপু ও মনজুর মোড়ল, কন্যা ঝুমুর খাতুনসহ কয়েকজন মিলে প্রকাশ্য দিবালোকে উক্ত ঘটনা ঘটিয়েছে। এতে কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় জালালপুর ইউপি চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি পরিবারটি।
শ্রীমন্তকাটি গ্রামের মৃত শহিদুল ইসলামের কন্যা হীরা খাতুন জানান, তালা উপজেলার শ্রীমন্তকাটি মৌজার এস,এ খতিয়ান- ৫৪, ৭৯, বুজরত খতিয়ান- ১৬০১, ডিপি খতিয়ান- ২৮৩, সাবেক দাগ- ১২৩১, ১২০৪, হাল দাগ- ২২৭০, ২২৬৯, জমির পরিমাণ ২৬.৮৫ শতাংশ। তপশীল বর্ণিত খরিদা সম্পত্তি যা আমার দাদা মৃত আবুল হোসেনের নিকট হইতে গত ইং- ১৬/১১/২০০৮ তারিখ ৫২৭৬ নং রেজিঃকৃত হেবা ঘোষণাপত্র দলিলমূলে প্রাপ্ত হইয়া আমার নিজ ও ছোট বোনের নামে মিউটেশন চেক দাখিলা ও বর্তমান জরিপের রেকর্ড করাইয়া ভোগদখলে ছিল। প্রায় ৬ বছর পূর্বে প্রতিবন্ধী মা ও দুই বোনকে রেখে আমার পিতা মারা যান। আমার প্রতিবন্ধী মা একাই বাড়িতে থাকেন। এমতাবস্থআয় বিগত কয়েক বছর দূর্দান্ত প্রকৃতির চাচা রফিকুল মোড়ল ও তার সন্তানরা আমাদেরকে সম্পত্তি হতে বেদখল করে রাখে। উক্ত জমিতে থাকা বাঁশ বিক্রি করার পাশাপাশি মেহগনি, নারিকেল ও সবেদা গাছ ভোগদখলের চেষ্টা করে।
তিনি বলেন, ইতিপূর্বে তালা থানা ও উপজেলা পরিষদে তাদের(প্রতিপক্ষের) আবেদনের প্রেক্ষিতে বিগত ইং-২৯/০৭/২০২২ তারিখে সকল বিবাদীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সম্পত্তি সার্ভেয়ার দ্বারা মাপজোপ করে আমাদের প্রাপ্য অংশ বুঝাইয়া দেওয়ার পরও বিবাদীরা তা অমান্য করে গায়ের জোরে বেআইনীভাবে দখল করে রাখে। ইতিমধ্যে গত ১৩/০৩/২০২৫ ইং তারিখে গাছের সবেদাগুলো বিবাদীরা অন্যত্র জোর করে বিক্রি করে দেয়। সর্বশেষ বুধবার (১৬ এপ্রিল) উক্ত জমির গাছ ও ডালপালা কর্তন করে তারা। এতে কয়েক হাজার টাকার ক্ষতিসাধন হয়। এ সময় বাড়িতে থাকা আমার প্রতিবন্ধী মা বাধা দিতে গেলে তাকে হুমকি ধামকি প্রদান করে তারা। ইতিমধ্যে উক্ত জমি থেকে বাঁশ, বিভিন্ন প্রজাতির গাছ, কয়েক হাজার টাকার নারিকেল ও সফেদা জোরপূর্বক বিক্রি করেছে উক্ত দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে জালালপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয় এবং তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়।
হীরা খাতুন আরও বলেন, আমার পিতা কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন এবং মা অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী। আমাদের কোন ভাই না থাকায় দুই বোন ও বৃদ্ধ মায়ের উপর অব্যাহত হুমকি ধামকি দিয়ে আসছে বিবাদী পক্ষ।
তবে এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল মোড়ল কোন কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, উক্ত ঘটনা তিনি অবগত হয়েছেন এবং একটি লিখিত অভিযোগ পেয়েছেন। গ্রাম্য আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি সাবেক এমপি হাবিবের

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): আমি এ এলাকায় কাজ করতে চাই। আমার দ্বারাবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখরবিস্তারিত পড়ুন

এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাবেক এমপি হাবিব

সেলিম হায়দার, তালা: “আমি এই মাটির সন্তান, আপনাদের সন্তান। এলাকায় উন্নয়নের জন্যবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে
  • তালা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য-দুর্ণীতির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
  • তালায় প্রয়াত যুবদল নেতা ফারুক হোসেনের ১ম মৃ*ত্যুবার্ষিকী পালন
  • তালায় স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত
  • তালায় ৪ দফা দাবিতে পল্লী বিদ্যুতে কর্মরতদের অনির্দিষ্টকালের গণছুটি
  • তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
  • সাতক্ষীরার তালায় ইটভাটায় টাস্কফোর্স অভিযান
  • বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় র‌্যালি ও পথসভা
  • তালায় ছাগল ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করলো উত্তরণ
  • তালায় নাতনীকে ধ*র্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রে*ফতার!
  • তালায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন