রবিবার, মে ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রহ্মরাজপুরে বীমাকর্মীকে হত্যার চেষ্টা ও লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক এক

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে পথ নিয়ে বিরোধের জেরে এক বীমাকর্মীকে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে পুলিশ উত্তম অধিকারী ওরফে নেপাল নামের একজনকে আটক করেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে সদর থানার এসআই সৈয়দ আলী ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাকে আটক করেন।

এসআই সৈয়দ আলী জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ব্রহ্মরাজপুর বাজারের পাশে প্রতিপক্ষের বাড়ির সামনে রবিন্দ্র কর্মকার নামের এক বীমাকর্মীকে একা পেয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়।

ওই গ্রামের অনীল কর্মকারের ছেলে রবীন্দ্র কর্মকার (৪১) অভিযোগ করেন। একই গ্রামের নিতাই অধিকারীর ছেলে উত্তম অধিকারী ওরফে নেপাল (৩৯), ভৈরব অধিকারীর ছেলে সাগর অধিকারী (২০), উত্তম অধিকারী ওরফে নেপালের স্ত্রী রিনা অধিকারী (৩৫), ছেলে অন্ত অধিকারী (২০), নিতাই অধিকারীর ছেলে সনাতন অধিকারী ওরফে ট্যাংরা (৪০), ধনু অধিকারীর ছেলে মহাদেব অধিকারী (২৫) এর বিরুদ্ধে এই অভিযোগ করেন রবীন কর্মকার।

রবীন্দ্র কর্মকার বলেন, আমি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ধুলিহর শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করি। ৩০ বছর আগে উত্তম অধিকারীর শরীকের নিকট থেকে জমি ক্রয় করে বসবাস করছি। উক্ত জমিতে প্রবেশের জন্য ৬ ফুট চওড়া রাস্তা ম্যাপে নকশা করা আছে। দলিলে উত্তম অধিকারীর বাবা সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন। জমির রেকর্ড আমাদের নামেসহ খাজনা দাখিলা দিয়ে আসছি। কিন্তু প্রতিপক্ষরা আমার চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ পথ বন্ধ করে আসার ষড়যন্ত্র করে আসছে। এ নিয়ে তাদের সাথে পূর্ব থেকে শত্রুতা চলে আসছে। তারা ইতোপূর্বে আমাকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার মারধরসহ খুন জখমের হুমকী দেয়। এ বিষয়ে থানায় জিডিসহ অভিযোগ করি। স্থানীয় চেয়ারম্যান মেম্বরসহ এলাকার গণ্যমান্য লোকজন একাধিকবার শালিস বিচার করে। কিন্তু তারা কোন বিচার শালিষ মানে না।

গত ১৯-০৯-২০১৯ তারিখে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে শালিষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তারা উক্ত পথের জমি দলিল অনুযায়ী ছেড়ে দিবে বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে। কিন্তু তারা শালিস বিচার না মেনে উক্ত রাস্তার জমি দখল ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাছাড়া গত ২২-১০-২০২২ তারিখে আমি বাজার থেকে ফেরার পথে তারা আমার পথ আটকে খুন জখমের হুমকী দেয়। স্থানীয়ভাবে শালিস বিচার হলেও তারা বিচার শালিস মানে না।

সর্বশেষ ১২-০১-২০২৩ তারিখ অফিস থেকে আমার নিজস্ব ডায়াং ৫০ সিসি মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বেলা অনুমান ০১.৪০ মিনিটের সময় উত্তম অধিকারীর বাড়ির সামনে রাস্তার উপর পৌছালে তারা দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার পথরোধ করে হামলা চালায়। আমাকে শ্বাস রোধে হত্যার চেষ্টা করে। বাঁশের লাঠি, লোহাররড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমাকে জখম করে। এসময় আমার কাছ থেকে বীমার লক্ষাধিক ছিনতাই করে নেয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ করি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল ইসলাম খান জানান, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে পথ নিয়ে বিরোধের জেরে এক বীমাকর্মীকে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে উত্তম অধিকারী ওরফে নেপাল নামের একজনকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ্যাভোকেসী সভা

সাতক্ষীরায় আস্থা প্রকল্পের আওতায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ্যাভোকেসী সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আমরা আপোষহীন: জামায়াতের নায়েবে আমীর

আবু সাইদ বিশ্বাস ও মো.আবু বক্কর সিদ্দিক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবেবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করেবিস্তারিত পড়ুন

  • নারীরা যোগ্যতা অনুযায়ী কাজে অংশগ্রহণের সুযোগ পাবে: জামায়াতের নায়েবে আমীর
  • সুন্দরবন দিয়ে বাংলাদেশে ৬২ জনকে পুশইন বিএসএফের
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ
  • সাতক্ষীরায় চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট
  • তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • সার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ
  • সাতক্ষীরায় এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
  • বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা
  • জীবনের নিরাপত্তা ও আসামিদের আইনের আওতায় আনতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় গ্রামে গ্রামে ধান শুকাতে ব্যস্ত নারীরা
  • উপকূলে শঙ্কা ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে
  • জাতীয় আন্তঃকলেজ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর কলেজ