মুক্তি পেলেন কলারোয়ার সাবেক মেয়র আক্তারুল ইসলাম
বিশেষ প্রতিনিধি : কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা সাজানো মামলায় সাড়ে ১৮ বছর সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন জনতার মেয়র খ্যাত (কলারোয়া পৌরসভার দুইবার নির্বাচিত মেয়র) সাবেক ছাত্রনেতা আক্তারুল ইসলাম। এসময় তার সাথে মুক্তিলাভ করেন একই মিথ্যা মামলায় অভিযুক্ত উপজেলা যুবদল নেতা কনক।
উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ জানান, বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকে জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মি-সমর্থকরা। সময় গড়িয়ে দুপুর থেকে বিকালের মধ্যে জেলা কারাগার ও আশপাশের এলাকা পরিনত হয় জনসুমদ্রে। বিকাল ৫টার দিকে দীর্ঘ কারাভোগের পর জেল থেকে বেরিয়ে আসেন কলারোয়ার জনতার মেয়র আক্তারুল ইসলাম। এসময় গোটা এলাকায় নেতা-কর্মিদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এর কয়েক হাজার নেতা কর্মির ¯েøাগানে প্রকম্পিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ। জানানো হয় ফুলেল শুভেচ্ছা জানিয়ে কলারোয়ায় স্বরণকালের গাড়ি বহর সহকারে প্রিয় নেতা মেয়র আক্তারুল ইসলাম ও যুবদল নেতা কনককে কলারোয়ায় আসেন। এদিকে তাৎক্ষনিক খবর পেয়ে তারুন্যের অহঙ্কার প্রিয় নেতা আক্তারুল ইসলামকে নিয়ে হাজার হাজার নেতা-কর্মিসহ সাধারণ জনতা কলারোয়া উপজেলায় মিছিলের শহরে পরিনত করেন।
অপরদিকে এর আগে একই মামলা থেকে মঙ্গলবার ঢাকার কেরানিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা সাবেক বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, বুধবার সাতক্ষীরা কারাগার থেকে জামনে মুক্ত হয়ে মুক্তিলাভ করেন উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, জনপ্রিয় বিএনপি নেতা তামিম আজাদ মেরিন, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, গোলাম রসুল, জহিরুল ইসলাম, নজরুল আসলাম, যুবদল নেতা রিপন, রোমেল, তওফিকুর রহমান সঞ্জু, সহিদুল ইসলাম, ময়না, খোকন হাসানসহ জনপ্রিয় নেতৃবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)