শিক্ষা ও সাংবাদিকতায় অবদানের জন্য হুসাইন বিন আফতাবকে সম্মাননা


এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের গণমাধ্যম অঙ্গনের সুপরিচিত মুখ, জাতীয় দৈনিক সংগ্রাম-এর উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাব শিক্ষা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন।
৩ আগস্ট (রবিবার) বিকেলে শ্যামনগরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জাতীয় দৈনিক জনকণ্ঠ-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি এবিএম কাইয়ুম রাজ।
হুসাইন বিন আফতাব দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। তিনি শুধু সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ নন, শিক্ষকতা, লেখালেখি, প্রশিক্ষণমূলক কার্যক্রম ও সমাজকল্যাণমূলক নানা উদ্যোগেও রেখেছেন সরব উপস্থিতি।
তিনি বর্তমানে শ্যামনগর উপজেলা মিডিয়া ইউনিটের সভাপতি এবং উপজেলা প্রেসক্লাবের একজন সক্রিয় ও সম্মানিত সদস্য। নবীন সাংবাদিকদের উৎসাহ, দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি এক প্রকার ‘মেন্টর’ হিসেবে কাজ করে চলেছেন। তাঁর হাত ধরে অনেক তরুণ আজ সংবাদমাধ্যমে সক্রিয়ভাবে যুক্ত হতে পেরেছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, হুসাইন বিন আফতাব কেবল একজন দক্ষ সাংবাদিকই নন, তিনি আলোকবর্তিকা স্বরূপ। তাঁর সাংবাদিকতা শুধু পেশাগত দায়িত্বে সীমাবদ্ধ নয়; তিনি সমাজের নানা বিষয়ে দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁর নিরবিচারে তথ্য পরিবেশনের দক্ষতা, লেখার জোর এবং বাস্তবধর্মী বিশ্লেষণ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, স্থানীয় সাংবাদিকতায় তাঁর মতো অভিজ্ঞ, নির্ভরযোগ্য এবং মানবিক গুণসম্পন্ন মানুষের অবদান অনস্বীকার্য। তাঁর কাজ আজকের প্রজন্মের জন্য পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল সরল, হৃদয়গ্রাহী এবং সম্মাননার প্রকৃত মূল্যবোধের প্রকাশ।
এ সম্মাননা প্রাপ্তি হুসাইন বিন আফতাবের জন্য যেমন গৌরবের, তেমনি শ্যামনগরের সাংবাদিকতা জগতের জন্যও তা এক ইতিবাচক বার্তা বহন করে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় রেলসংযোগ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান
এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার নাভারণ–সাতক্ষীরা–মুন্সিগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি ও যুবদলের ৩ নেতা বহিষ্কার
গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে দলীয়বিস্তারিত পড়ুন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন
এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যারবিস্তারিত পড়ুন