বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রী হত্যা! স্বামী আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী।

মঙ্গলবার (২৪ মে) ভোররাতে ইউনিয়নের পাশেমারী গ্রামের এ ঘটনা ঘটে।

হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। এর আগে ভোরে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যার প্রচার দেয় স্বামী।

মঙ্গলবার ভোরে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধু আশরাফুন্নেছা (৩০) পার্শ্বেমারী গ্রামের শফিকুল গাজীর স্ত্রী ও এক মেয়ে সন্তানের জননী।

প্রতিবেশি আশরাফুল আলম জানান, সাংসারিক অভাব-অনটন ও যৌতুকের দাবিতে প্রায়ই ঝগড়া হতো স্বামী-স্ত্রীর মধ্যে। রাতেও দুজনের চেল্লা-চেল্লি শুনেছি আমরা। সকালে শুনি, আশরাফুন্নেছা মারা গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আরেক প্রতিবেশি জানান, আশরাফুন্নেসাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আত্মহত্যা করলে যে চিহৃগুলো থাকে, তা ওই গৃহবধুর মধ্যে নেই।

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী শফিকুল ইসলাম নির্যাতন করে তাকে হত্যা করেছে। তবে শফিকুলের পরিবার এটি কে আত্মহত্যা বলে প্রচার দিচ্ছেন। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

গাবুরা ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বর মশিউর রহমান বলেন, স্বামী শফিকুল তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তারা বাঁচার জন্য আত্মহত্যার প্রচার দিচ্ছেন। স্থানীয়রা স্ত্রী হত্যার অভিযোগে আশরাফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গাবুরা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুইটা স্ত্রী। মাঝেমধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। দ্বিতীয় বউয়ের পরামর্শে সে প্রথম স্ত্রীকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় তাকে বেদম মারপিট করে। এরপর সোমবার (২৩ মে) তাকে মারপিট করে চলে যায়। রাতে আবারও প্রথম স্ত্রী আশরাফুন্নেছার কাছে আসে শফিকুল।

তিনি আরো বলেন, মঙ্গলবার ভোররাতের দিকে প্রথমে মারপিট করে গলা চেপে হত্যা চেষ্টা করে। তারপর বালিশচাপা দিয়ে হত্যা করে বলে স্বীকার করেছে বলে জানান গ্রামবাসীর কাছে।
এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে রাখলে সে ঘটনার বর্ননা দিয়ে হত্যার কথা স্বীকার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে স্বামী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্সবিস্তারিত পড়ুন

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শ্যামনগর থেকে মেহেরাব হোসেন: ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষ সংবেদনশীল কর্মশালা
  • শ্যামনগরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামনগর
  • আগামী নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে জামায়াতের বুথভিত্তিক এজেন্ট সম্মেলন
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর
  • পিআর পদ্ধতিতে নির্বাচনই পারে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে”
  • শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা
  • শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • শ্যামনগরে জলজ উদ্ভিদবৈচিত্র্যের মেলা
  • শ্যামনগরে লিডার্স’র সহযোগিতায় উপকার ভোগীদের সাথে সেবা সম্পর্কিত গণশুনানি
  • শ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন