বুধবার, নভেম্বর ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জাতীয় ফল মেলা ও নারিকেলের চারা বিতরণ

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় ফল দিবস উপলক্ষে তিনদিনব্যাপী ফল মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) বিকেল ৩টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন জাতের দেশি ফলের প্রদর্শনীর পাশাপাশি নারিকেল চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। ব্যক্তি পর্যায়ে ১,০০০টি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৪০০টি নারিকেলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে জনগণকে ফল চাষে উৎসাহিত করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়।

মেলায় বিলুপ্তপ্রায় এবং কম পরিচিত দেশি ফলের পাশাপাশি জনপ্রিয় ফলেরও প্রদর্শনী স্থান পায়। প্রদর্শনীতে আম, কাঁঠাল, কামরাঙা, তাল, তরমুজ, কেওড়া, গোলফল, লটকন, আশফল, লেবু, জামরুলসহ নানা ধরনের দেশি ও মৌসুমি ফল প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা বলেন, “বর্তমানে বাজারে বিদেশি ফলের প্রভাব অনেক বেশি হলেও দেশি ফল অনেক বেশি পুষ্টিকর, নিরাপদ ও সহজলভ্য। এই মেলার মাধ্যমে মানুষের মধ্যে দেশি ফলের প্রতি আগ্রহ তৈরি হবে।” তিনি আরও বলেন, “আমরা প্রত্যেককে অন্তত একটি করে দেশি ফলের গাছ লাগাতে অনুরোধ জানাচ্ছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পুষ্টিকর ফলের চাষ ও ভোগের সুযোগ পায়।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, “দেশি ফল ফরমালিনমুক্ত ও স্বাস্থ্যসম্মত। পুষ্টি ও পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের প্রত্যেকের উচিত বেশি করে দেশি ফলের গাছ লাগানো।” তিনি ফল গাছ রোপণকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, ‘আমার দেশ’ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি জি এম মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে নানা বয়সী মানুষ, কৃষক, শিক্ষার্থী ও নারীরাও উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফল প্রদর্শন ও বিক্রয়ের সুযোগও রাখা হয়েছে, যা কৃষি উৎপাদনের সঙ্গে সম্পৃক্তদের জন্য একটি বড় প্রাপ্তি।

এই আয়োজনের মাধ্যমে কৃষি বিভাগের পক্ষ থেকে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ফল চাষে আগ্রহ সৃষ্টি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার প্রয়াস লক্ষ্য করা গেছে। ফল মেলা চলবে আগামী শনিবার (২১ জুন) পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্সবিস্তারিত পড়ুন

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শ্যামনগর থেকে মেহেরাব হোসেন: ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষ সংবেদনশীল কর্মশালা
  • শ্যামনগরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামনগর
  • আগামী নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে জামায়াতের বুথভিত্তিক এজেন্ট সম্মেলন
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর
  • পিআর পদ্ধতিতে নির্বাচনই পারে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে”
  • শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা
  • শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • শ্যামনগরে জলজ উদ্ভিদবৈচিত্র্যের মেলা
  • শ্যামনগরে লিডার্স’র সহযোগিতায় উপকার ভোগীদের সাথে সেবা সম্পর্কিত গণশুনানি
  • শ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন