বুধবার, নভেম্বর ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ সদস্যের একযোগে পদত্যাগ

এবিএম কাইয়ুম রাজ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ৪৮ জন সদস্য একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

সংগঠনের সদ্য সাবেক সদস্যরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটিতে সীমাহীন স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করা হয়েছে। এছাড়া, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ। তিনি জানান, গত ৭ এপ্রিল সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিটি গঠনের পূর্বে কাউকে মতামত জানানোর প্রয়োজন মনে করা হয়নি। এতে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে বিশ্বাস রেখে কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাঠপর্যায়ের কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যারা কখনো আন্দোলন-সংগ্রামে অংশ নেননি, তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান ও রোকনসহ অনেকে। তারা জানান, শুধুমাত্র পদত্যাগ করেই থেমে থাকবেন না, বরং সংগঠনের মূল আদর্শ রক্ষায় নতুনভাবে সংগঠিত হবেন।
তাদের ভাষায়, “বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ঐক্য গঠনের যে চেতনায় এই সংগঠন গড়ে উঠেছে, দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনারই অবক্ষয় ঘটানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিটির ৭৬ সদস্যের মধ্যে ৪৮ জন ইতোমধ্যে স্বাক্ষরসহ লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র গণমাধ্যম ও সংগঠনের কেন্দ্রীয় পর্যায়েও প্রেরণ করা হয়েছে।

পদত্যাগকারী সদস্যরা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যেতে চান। সেই বিশ্বাস থেকেই তারা একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্সবিস্তারিত পড়ুন

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শ্যামনগর থেকে মেহেরাব হোসেন: ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষ সংবেদনশীল কর্মশালা
  • শ্যামনগরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামনগর
  • আগামী নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে জামায়াতের বুথভিত্তিক এজেন্ট সম্মেলন
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর
  • পিআর পদ্ধতিতে নির্বাচনই পারে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে”
  • শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা
  • শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • শ্যামনগরে জলজ উদ্ভিদবৈচিত্র্যের মেলা
  • শ্যামনগরে লিডার্স’র সহযোগিতায় উপকার ভোগীদের সাথে সেবা সম্পর্কিত গণশুনানি
  • শ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন