শ্যামনগরে রাস্তায় পানি, জনদুর্ভোগ চরমে


এবিএম কাইয়ুম, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা দক্ষিণ পাড়া ঈদগাহ সংলগ্ন প্রধান সড়কটি বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাচ্ছে। এবছরও রাস্তাটি রীতিমতো পুকুরে পরিণত হয়েছে। অথচ এটি স্থানীয় বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানি জমে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় পাশ্ববর্তী কাঁচা ঘরবাড়ি, ফলজ গাছ, কৃষিজমি, এমনকি কবরস্থান পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে ভোগান্তিতে পড়ছে স্কুল-মাদ্রাসাগামী ছাত্রছাত্রী ও পথচারীরা। ঝুঁকি নিয়েই বাইসাইকেল ও মোটরযান চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা মোঃ আলমগীর মোল্যা, ফেরদাউস হোসেন, মিজানুর রহমান, হাতেম ও রফিকুল ইসলাম জানান, প্রতিবছর ঈদগাহ, মসজিদ মাঠ, কবরস্থান ও বাড়ির আঙিনায় পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লক্ষাধিক টাকার সম্পদ বিনষ্ট হয়, তবুও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।
তারা জানান, একটি পাইপ স্থাপন করে বৃষ্টির পানি পাশের মাদার নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করা হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এসও প্রিন্স রেজা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করা হবে।
এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের সর্বস্ব লুট
গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে চেতনানাশক স্প্রে করে দুইটি বাড়িতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমের বীজ ও সার বিতরণ
এবিএম কাইয়ুম রাজ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমের জন্যবিস্তারিত পড়ুন

উপকূল গবেষণায় ৪ জনকে লিডার্সের গবেষণা বৃত্তি প্রদান
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা, অপুষ্টি, আয়কেবিস্তারিত পড়ুন