শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা স্বাধীন দেশে সুখী সমৃদ্ধশীল দেশ চেয়েছিলাম। কিন্তু সমাজের বিভিন্ন স্তরে আমরা দুর্নীতি লক্ষ্য করছি। এই দুর্নীতি আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। নৈতিক মূল্যবোধ ও দুর্নীতি আমাদেরকে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। পৃথিবীটা আমাদের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র। সেজন্য আমাদেরকে মহান আল্লাহর হুকুম মেনে দুর্নীতি পরিহার করে সত্য ন্যায়ের পথে চলতে হবে। দুর্নীতি প্রতিরোধে ইসলামী মূল্যবোধ ও নীতি-নৈতিকতা শিক্ষার বিকল্প নেই। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি প্রতিরোধে তাদের এই মহৎ উদ্যোগটি খুবই প্রশংসনীয়। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার সহকারী পরিচালক জাহিদ ফজল, ডিআই ওয়ান মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক সঞ্জিত কুমার দাস প্রমুখ।

এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপপরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এবং মডারেটর এর দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ও সিসি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য কবি ও সাহিত্যিক অধ্যাপক আব্দুল ওহাব আজাদ, এড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, এনামুল কবির খান প্রমুখ। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেয় মাদরাসাতুল জান্নাত দাখিল মাদরাসা ও বিপক্ষ দলে অংশ নেয় চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা।

বিতর্কের বিষয় ছিল: দুর্নীতি বিরোধী রুখে দাঁড়ানো জনগণের দায়বদ্ধতা বেশি। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অনলাইন কম্পিউটারের নতুন শো-রুম উদ্বোধন

সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘অনলাইন কম্পিউটার’-এর নতুন শো-রুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থীর সাথে জুয়েলার্স সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • শিক্ষার্থীদের সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রচারণা
  • সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল
  • মেডিকেল টেকনোলজিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুর রউফের সাথে জুয়েলার্স সমিতির মতবিনিময়
  • ঝাউডাঙ্গায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা
  • সাতক্ষীরায় স্বদেশ সংস্থার আয়োজনে ক্লায়েন্ট সভা
  • সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা
  • আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
  • কপ৩০: সাতক্ষীরায় জেলা ম্যাপ কমিটির সভা এবং মানববন্ধন