বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালতলা হাইস্কুলে শিক্ষার্থীদের মিলনমেলায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা

নিজস্ব প্রতিনিধি: ‌”পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়” এমনই সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে ‘এসো হারিয়ে যাই, বিদ্যালয়ের হিরন্ময় দিনগুলোতে’ প্রতিপাদ্যে ফেলে আসা অতীতের সোনালি দিনগুলোর স্মৃতিচারণের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যায়লের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের এ মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়।
ঈদের দ্বিতীয় দিন রবিবার (০৮ জুন) দিনব্যাপী নান্দনিক এ আয়োজনে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, প্রিয় শিক্ষকদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচরণে মুখর ছিল অনুষ্ঠানটি। কেউ কেউ স্মৃতিচারণ আবেগে আপ্লূত হয়ে পড়েন। বলেন— সেই চাচের বেড়ার স্কুলটি আজ চারতলা ভবনে শোভা ছড়াচ্ছে। বিদ্যালয়টি আজ হাঁটি-হাঁটি পা-পা করে ৩৮ টি বছর সভ্যতার ফুল ফুটিয়ে এগিয়ে চলছে উন্নয়ন আর অগ্রগতির মহাসড়কে। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যারা অবদান রেখেছেন তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বক্তারা।

‘যেথায় থাকুক যে যেখানে, বাঁধন হবে প্রাণে প্রাণে’ ছাত্র জীবনের সেই দূরন্তপনার কথা স্মরণ করে অনেকেই বলেন — দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি’ ।

বলেন— বিদ্যালয়ের অনেকেই আজ মানবিকতার জ্যোৎস্না বিধৌত পথে দ্যুতি ছড়িয়ে দেশ ও দশের সেবায় নিয়োজিত। তাঁদের গৌরবগাঁথা অবদানে আজ আমরা ধন্য। তাঁদের কৃতিত্ব আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে। সকলের পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাবে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়— এ প্রত্যাশাদীপ্ত আলোকের ঝরনাধারায় আমরা বারবার মিলিত হবো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অবসর প্রাপ্ত শিক্ষক সামছুর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষক এড. কিনুকৃষ্ণ মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মঙ্গল কুমার সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক হরেন্দ্র নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক রবিউল ইসলাম, বিধান সরকার। অনুষ্ঠানে স্মৃতি চারন করে অনুভূতি প্রকাশ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুভাষ মন্ডল, প্রাক্তন ছাত্র লাবসা ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, প্রাক্তন ছাত্র নগরঘাটা ইউপি সদস্য লক্ষিকান্ত সরকার, প্রাক্তন ছাত্র আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কনেক বৈরাগী, প্রাক্তন ছাত্রী সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাজিয়া সুলতানা, প্রাক্তন ছাত্র সনজীব কুমার মন্ডল, আবু তাহের, আহসান আজিম লাভলু, কাজী আব্দুল আজিম, শাহানুজ্জামান লাল্টু, আতিক আহসান, ফারুখ হোসেন, হামিদুর রহমান, সুলাইমান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নগরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীবপদ মন্ডল, আলিমুজ্জামান, প্রাক্তন ছাত্রী পলিনা খাতুন, নাহিদ জাহান, স্বপ্না মমতাজ, ফরিদা পারভিন ডলি, ফারজানা ইয়াসমিন মিতা, ঐশী, প্রাক্তন ছাত্র কিবরিয়া হোসেন, রবিউল ইসলাম রুবেল, মোজারুল ইসলাম, আলতাফ হোসেন, হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সজিব, ওবায়দুল ইসলাম, হাসানুজ্জামান, বাহাউদ্দীন, বাশারুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক রঘুনাথ সরকার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘেরের আইলে সবজি চাষে নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: মাছের ঘেরের চারপাশে ঝুলছে লাউ, করলা, শিম আর উচ্ছে। ঘেরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভেজাল সার তৈরির অভিযোগে ১ ব্যক্তিকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বিনেরপোতায় বিসিক শিল্পনগরীতে ভেজাল প্রাণি ও মাছের খাবার এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির সাঁজা
  • সাতক্ষীরার মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, সভা, বৃক্ষরোপন
  • সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আমন ধান রোপণে লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা
  • স্বদেশ আসকএর উদ্যোগে স্কুল পর্যায়ে নাট্যদল গঠন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় সাংবাদিকদের মাঝে কোরআন বিতরণ
  • “পুলিশ বাহিনীকে আর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বানানো যাবে না”
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা
  • আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা
  • “সাতক্ষীরার মোঃ আলামিন শিক্ষক বাতায়নে দেশের সেরা কনটেন্ট ক্রিয়েটর”
  • বি.ডি.এফ প্রেসক্লাবে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্যই জনগণ পরিবর্তন চায়- মাওঃ আজিজুর রহমান