সাতক্ষীরার শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবি খুচরা ডিলারদের


শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কর্মরত ডিলারদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুচরা সার ডিলার লাইসেন্সধারীরা উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করেন।
ডিলাররা জানান, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ, দক্ষ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তারা। নতুন নীতিমালা কার্যকর হলে সারা দেশের প্রায় ৪৫ হাজার খুচরা ডিলার পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে।
তাদের অভিযোগ, স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করা—এসব ক্ষেত্রে খুচরা ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় কৃষকদের বাকিতে সার দেওয়ার মতো সহায়তা তারা করে থাকেন, যা অন্য মাধ্যমে সম্ভব নয়।
ডিলাররা আশঙ্কা প্রকাশ করে বলেন, শুধুমাত্র বিসিআইসি ও বিএডিসি ডিলারের মাধ্যমে সার বিতরণ হলে প্রান্তিক কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সার বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। খুচরা ডিলারদের বাদ দিলে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও তারা জানান।
শ্যামনগর উপজেলাধীন ১০৮ জন খুচরা সার ডিলারসহ সারা দেশের ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য সরকারের প্রতি জরুরি পদক্ষেপের দাবি জানিয়ে তারা সতর্ক করে বলেন—দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
লিখিত বিবৃতির মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী পালিত “১৬ দিন কর্মসূচি”বিস্তারিত পড়ুন

কালিগঞ্জ–ভেটখালী সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: জনদুর্ভোগ কমাতে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত সড়কটি ২৪ ফুটেরবিস্তারিত পড়ুন

শ্যামনগর, আশাশুনি ইউনিয়নে উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধিঃ ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক আয়োজিতবিস্তারিত পড়ুন

