সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে ফুটবলার সাবিনার বোন শিরিনা’র সংবাদ সম্মেলন


সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শহরের মামলাবাজ তমেজ উদ্দিন কর্তৃক মহিলা ফুটবলার সাবিনার পরিবারের সদস্যদের একাধিক মিথ্যে মামলা জাড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।
শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরার শহরের পলাশপোল সবুজবাগ এলাকার মোঃ সৈয়দ আলী গাজীর মেয়ে মহিলা ফুটবলার সাবিনা খাতুনের বোড় বোন শিরিনা খাতুন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছোট বোন সাবিনা খাতুন বাংলাদেশ মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন। আমার বাবা সৈয়দ আলী ও মা মমতাজ বেগম ২০১৫ সালে নজিরের কাছ থেকে ১১১৪৪, ১১১৮৫ ও ১১২৯২ দাগে মোট ০৫৮২৬ শতক জমি ক্রয় করেন।
২০১৯ সালে শামছুন্নাহারের কাছ থেকে ১১১৪৪, ১১২৬২, ১১১৮৫ ও ১১১৮৬ চার দাগে আমাদের পাঁচ বোন সালমা খাতুন, হালিমা খাতুন, শিরিনা খাতুন, সাবিনা খাতুন ও মুন্নি খাতুনের নামে ০৪২৫ শতক সহ মোট ৬ কাঠার একটু বেশি জমি ক্রয় করেন। উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছি।
কিন্তু শহরের কামালনগর এলাকার মৃত হামিজ উদ্দিন সরদারের ছেলে শহরের চিহিৃত মামলাবাজ তমেজ উদ্দিন বিগত ২০১০ সালে উক্ত দাগে সম্পত্তি দাবি করেসদর সিনিয়র সহকারি জজ আদালতে একটি মামলা দায়ের করেন।
শিরিনা খাতুন আরো বলেন, উল্লেখিত মামলা ছাড়াও তমেজ উদ্দিন একের পর এক আমাদের পরিবারের সদস্যসহ আমাদের সহযোগিতাকারিদের বিরুদ্ধে কমপক্ষে ১২টি মিথ্যে মামলা দায়ের করেছে। এরমধ্যে একটি মিথ্যে মামলায় ১২ নিরীহ মানুষ জেল হাজত খেটেছেন। এসব মামলা গুলোর মধ্যে দেং-৭৩/১৯। এই মামলা ভিত্তিতে পুনরায় মিস কেস নং-২৯/১৯, দেং-১৫/২০, সিআরপি ১৪১/১৯, সিআর ৮৪৮/২০, সিআর ৪২১/২০ সহ আরো অনেক মিথ্যে মামলা আছে যা আমাদের জানা নেই। মামলাবাজ তমেজ উদ্দিনের উদ্যেশ্য এভাবে আমাদের পরিবারের সদস্যসহ আমাদের সহযোগিতাকারিদের মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করে অবৈধভাবে উল্লেখিত সম্পত্তি জবরদখল করে নেয়া।
তিনি আরো বলেন, আমার ছোট বোন সাবিনা খাতুন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন হওয়ার সুবাদে প্রায়ই ঢাকায় থাকে। কিন্তু তাকেও একাধিক মিথ্যে মামলার আসামি করা হয়েছে। মাত্র একমাস অগে আমার পিতা মারা গেছেন। সাবিনা প্রায়ই ঢাকায় থাকে। একজন দেশের বাইরে থাকে। মামলাবাজ তমেজ উদ্দিনের অত্যাচার ও নির্যাতনের কারনে বাড়িতে আমরা তিন বোন দারুন অসহায়ত্বের মধ্যে দিনি যাপন করছি। এই অবস্থায় যাদের কাছে সাহায্য চাই তাদের নামেও মিথ্যে মামলা করে ওই তমেজ উদ্দিন। ফলে মিথ্যে মামলায় হয়রানি হওয়ার ভয়ে এই মুহুর্ত্বে আমাদের কেউ সহযোগিতা করতেও এডগিয়ে আসছে না। একটি অসহায় নির্যাতিত পরিবারের সদস্য হিসাবে তিনি ওই মামলাবাজ তমেজ উদ্দিনের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
