মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী পালিত “১৬ দিন কর্মসূচি” উপলক্ষে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বিশেষ সচেতনতা উদ্যোগ গ্রহণ করেছে B4RL প্রকল্প। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা চত্বরে একটি র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী, শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও সচেতনতামূলক বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

র‍্যালি ও মানববন্ধন শেষে সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে B4RL প্রকল্পের প্রতিনিধিরা জানান– ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ধরে স্কুল, পরিবার ও কমিউনিটি পর্যায়ে ধারাবাহিক সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। ডিজিটাল যুগে নারীর বিরুদ্ধে অনলাইন হয়রানি, সাইবারস্টকিং, ব্ল্যাকমেইল, ভুয়া ছবি ছড়ানো ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে—যা কিশোরী ও তরুণীদের শিক্ষা, আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে বলে তারা উল্লেখ করেন।

তারা জানান, এ বছর বিশেষভাবে কিশোরী শিক্ষার্থী, মা–অভিভাবক ও কমিউনিটির সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল সহিংসতার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্কুলভিত্তিক সেশনে কিশোরীদের জন্য নিরাপদ অনলাইন আচরণ, প্রাইভেসি সেটিংস, সাইবারবুলিং চেনা, সহায়তা চাইবার উপায় এবং নিজেকে সুরক্ষার কৌশল শেখানো হবে। অপরদিকে কমিউনিটি সেশনে মা–অভিভাবক, শিক্ষক, নারী নেত্রী ও যুব স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিবারিক ও সামাজিক পর্যায়ে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, CEDIO যুব স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে ইউনিয়নভিত্তিক ক্যাম্পেইন, পোস্টার বিতরণ, গ্রুপ আলোচনা ও সোশ্যাল মিডিয়া প্রচার চলবে। তারা ডিজিটাল নিরাপত্তা, করণীয় এবং আইনি সহায়তা সম্পর্কে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তথ্য পৌঁছে দেবে।

প্রকল্পের প্রতিনিধিরা আরও বলেন, “ডিজিটাল সহিংসতা নারীর বিরুদ্ধে সহিংসতারই একটি আধুনিক রূপ, যা তাদের সম্ভাবনা সীমিত করে ও আত্মবিশ্বাস নষ্ট করে। তাই ১৬ দিনের প্রতিটি দিন আমরা স্কুল থেকে পরিবার, পরিবার থেকে কমিউনিটিতে একই বার্তা পৌঁছে দিতে চাই—এখনই ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সংবাদ সম্মেলনে হাফিজসহ B4RL প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ–ভেটখালী সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: জনদুর্ভোগ কমাতে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত সড়কটি ২৪ ফুটেরবিস্তারিত পড়ুন

শ্যামনগর, আশাশুনি ইউনিয়নে উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধিঃ ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক আয়োজিতবিস্তারিত পড়ুন

উপকূলীয় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে শ্যামনগরে উদ্ধার উপকরণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় নারীদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারীবিস্তারিত পড়ুন

  • তৃণমূলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি : শ্যামনগরের বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামান
  • সুশাসন ও শান্তিপূর্ণ সহাবস্থানই জামায়াতের লক্ষ্য : গাজী নজরুল ইসলাম
  • সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান
  • চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার গাজী নজরুল ইসলামের
  • ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় শ্যামনগরের আটুলিয়ায় ওলামা সম্মেলন
  • রাস্তাঘাট মেরামতের জন্য স্থানীয়দের আর্থিক সহায়তা দিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী
  • শ্যামনগরে জীবাশ্ম জ্বালানি বন্ধে উপকূলে জলবায়ু ধর্মঘট
  • শ্যামনগরে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের জনসংযোগ
  • শ্যামনগরে বিএনপির যৌথ সভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান
  • শ্যামনগরে মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ
  • শ্যামনগরে বিএনপি প্রার্থী ডা. মনিরুজ্জামানের গণসংযোগ