বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলোচনা, র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচিতে সাতক্ষীরায় সুন্দরবন দিবস উদযাপন

শরীফুল্লাহ কায়সার সুমন : দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে সাতক্ষীরায় উদযাপন করা হয়েছে চব্বিশ তম জাতীয় সুন্দরবন দিবস।

‘‘সুন্দরবন আমার মা ধ্বংস হতে দেবো না’’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

মাশরুবা ফেরদৌস সভাপতির বক্তব্যে ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনায় বলেন, প্রতিটি দূর্যোগে সুন্দরবন কত আপন সেটি আমরা টের পাই। আবার দূর্যোগ কেটে গেলে সেই সুন্দরবনকে আমরা শুধু অবহেলা করি না ধ্বংস করি। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষা করতে পারলে সুন্দরবন রক্ষা পাবে। কিন্তু বাঘও কমে ফেলছে নানাভাবে। যেভাবে সুন্দরবনকে রাখা হচ্ছে তাতে অচিরেই সুন্দরবন ধ্বংস হবে। সুন্দরবন ধ্বংস হলে উপকূল ধ্বংস হবে। দেশ ক্ষতিগ্রস্থ হবে। সুন্দরবন রক্ষা করতে তাই দরকার বেশী বেশী জনসচেতনতা।

দেশ টিভি ও দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন সুন্দরবনকে ঘিরে সরকারের সুনির্দিষ্ট বিভাগের দাবি করে বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ভান্ডার। প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ এই বাদাবনকে রক্ষায় দরকার কার্যকরি পদক্ষেপ।

আলোচনা সভায় আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, প্রাণসায়ের পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, সমাজসেবার ওয়ান স্টেপ সার্ভিস কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, উত্তরণের কর্মকর্তা এডভোকেট মুনীর উদ্দিন, ডিসিডি’র রিয়াজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা ইমরান হোসেন, রেড ক্রিসেন্টের যুব সংগঠক মাসুদ রানা।

সূচনা বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন বেলা’র মাহফুজুর রহমান মুকুল। আলোচনা সভা সঞ্চালনা করেন সাকিবুর রহমান বাবলা।

উপস্থিত ছিলেন এনডিসি মো: পলাশ আহমেদ, সিনিয়র সহকারি কমিশনার প্রণয় বিশ^াসসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় বেসরকারি পরিবেশবাদি সংগঠন বেলা, বেলা নেটওয়ার্ক, ধরিত্রী রক্ষায় ধরা, একশন এইড, সুন্দরবন ফাউন্ডেশন ও জেড নেট বিডি এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সংহতি জ্ঞাপন করে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শাকিলা ইয়াসমিন মেরী, অর্জন ফাউন্ডেশনের রুবেল হোসেন, প্রভা’র সালমা পারভিন, ইউথ নেটওয়ার্কের হৃদয় মন্ডল ও মো: রিপন হোসেন।

আলোচনা সভায় সকলের পক্ষ থেকে সুন্দরবন রক্ষা সরকারি বেসরকারি যে কোন পর্যায় থেকে প্রদান করা কর্মসূচি সফলে সম্মিলিত অঙ্গীকার ব্যাক্ত করা হয়। আলোচনা সভার সুন্দরবন ও পরিবেশ রক্ষার প্রত্যয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়।

এছাড়াও সাতক্ষীরায় বিভিন্ন সংগঠন বিচ্ছিন্নভাবে সাতক্ষীরার একাধিক উপজেলায় পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

একই রকম সংবাদ সমূহ

ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর মাত্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্কুল শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির র‍্যালি

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
  • জাতীয় মৎস্য সপ্তাহ: সাতক্ষীরায় মৎস্য পোনা অবমুক্তকরণ, র‍্যালি, সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা জেলা উলামা বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সিয়াম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রফিকুল আ/ট/ক
  • সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে কৃষক দলের ভুয়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন
  • সাতক্ষীরার শাল্যে সাঈদীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন
  • সাতক্ষীরায় ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প
  • সাতক্ষীরায় ছাত্র শিবিরের কর্মশালা