রবিবার, অক্টোবর ৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাকা না দিলে হাতি দিচ্ছে হুংকার, করছে প্রস্রাব-পায়খানা

কলারোয়ায় হাতি দিয়ে চাঁদাবাজি! টাকা না দিলে হাতি দিচ্ছে হুংকার, করছে প্রস্রাব-পায়খানা

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: হাতির পিঠে বসে আছে ২৪ বছর বয়সী এক যুবক। এ-দোকান ও-দোকান ঘুরছে হাতি। আর হাতি দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় এগিয়ে দিচ্ছে সোজা দোকানির কাছে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দিচ্ছেন, ততক্ষণ শুঁড় তুলছে না হাতি। টাকা দিলেই শুঁড় তুলে জানাচ্ছে সালাম।

এভাবেই প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। শুধু দোকানেই নয়। রাস্তায় চলাচলকারী যানবাহন থামিয়েও তোলা হচ্ছে টাকা।

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের বাজারে এরকম অভিনব কায়দায় প্রায় সময়ই টাকা তুলে নেয়া হচ্ছে হাতির মাধ্যমে।

শনিবারসহ গেলো কয়েক মাস ধরে কিছু দিন পর পর দেখা গেছে পৌরসদরের বাজারে হাতি দিয়ে টাকা তোলার দৃশ্য। রাস্তার দুই পাশে বাজারের প্রতিটি দোকান থেকে তোলা হচ্ছে টাকা। হাতি দিয়ে গাড়ি আটকিয়েও টাকা আদায় করা হচ্ছে।

চাঁদাবাজির এ দৌরাত্ম্যে থেকে বাদ পড়ছে না মোটরসাইকেল, মহেন্দ্র ও অটোরিকশা চালকরাসহ স্কুল, কলেজের শিক্ষার্থীরাও।

টাকা না দিলে হাতি বিকট শব্দে হুংকার দিচ্ছে এবং যেখানে-সেখানে প্রস্রাব পায়খানা করে দিচ্ছে। বাধ্য হয়ে দোকানদার, গাড়ির চালক ও পথচারীরা ভয়ে টাকা দিচ্ছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা, গাড়ী চালক ও পথচারীরা।
তারা বলেন- কয়েকদিন পর পর হাতি নিয়ে চাাঁদাবাজি করতে আসে কলারোয়া বাজারে। এটা কোন ধরণের ব্যবসা? বিষয়টি খুবই বিরক্তিকর। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

স্থানীয় এক ইজিবাইক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন- রাস্তায় প্রায় সময়ই হাতির চাঁদাবাজির কবলে পড়তে হয়। গাড়ির সামনে দাঁড়িয়ে শুঁড় এগিয়ে দেয়। টাকা না দিলে সামনে থেকে সরে না। তখন ভয়ে বাধ্য হয়েই টাকা দিতে হয়।

হাতির পিঠে বসা যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। তিনি নাম ঠিকানা জানাননি।

তবে হাতি নিয়ে এভাবে কেন টাকা নেয়া হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন- টাকা না নিলে হাতিকে খাওয়াব কি?

এ ব্যাপারে স্থানীয় প্রশাসন থেকে বলা হয়েছে- হাতি দিয়ে চাঁদা তোলার বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে এরপর যদি আবারও কোনোদিন আসে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই মানুষের কল্যান নিহিতঃ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানি ফলের বাম্পার ফলন

কলারোয়া উপজেলার বেশ কিছু এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পানিফল। চলতি মৌসুমে উপজেলারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করে হাবিবকে ৭০ বছরের সাজা দিয়েছিল- রিজভী

সেলিম হায়দার : শেখ হাসিনা বাইরে থেকে উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
  • মাাফুজাকে ধর্ষণের বিচার হাসিনা করেনি, বিশ্বের ইতিহাসে  আমাকে ৭০ বছরের সাজা দিয়েছে-সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্ততিমুলক সভা
  • কলারোয়া বাজার কমিটির অভিষেক অনুষ্ঠিত
  • কোন সংখ্যাগুরু-সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি : সাবেক এমপি হাবিব
  • শারদীয় দুর্গোৎসব পালনে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ায় দুর্গোৎসবে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশনা সাবেক এমপি হাবিবের
  • কলারোয়ায় দূর্গা দেবীর রুপের আবির্ভাব ঘটাতে রং তুলির আচঁড়
  • কলারোয়ার রামভদ্রপুর প্রাথ: বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে উঠান বৈঠক
  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত
  • কলারোয়ায় জেলাশ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা