কালিগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদ করে খাস জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন


কালিগঞ্জের বৈরাগির চক ভূমিহীন পল্লির ভ‚মিহীনদের উচ্ছেদ করে ভূমিদস্যু আব্দুস সাত্তার কর্তৃক খাস সম্পত্তি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীনরা।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে কালিগঞ্জের বৈরাগির চক ভূমিহীনদের পক্ষে মীর রমজান আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা কালিগঞ্জের তারালী ইউনিয়নের বৈরাগির চক ভ‚মিহীন পল্লির ৭টি অসহায় ভূমিহীন পরিবার। এই ভূমিহীনপল্লীতে বিগত ২০০৩ সাল হতে দীর্ঘদিন ধরে ১৬৫ ঘর ভূমিহীন পরিবার শান্তিপূর্ণ ভাবে বাসবাস করে আসছিলাম। সেসময় ভূমিহীনদের নেতা ছিলেন আশরাফ মীর। আশরাফ মীরের মৃত্যুর পর বর্তমানে ভূমিহীনদের নেতা করিম, কাদের ও মনিরুল ইসলাম। গত ২০১৮ সালে নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের মৃত মাজেদ সরদারের পুত্র আব্দুস সাত্তার সরদার কৌশলে ভূমিহীনদের উচ্ছেদ পূর্বক খাস জমি দখল নেওয়ার পায়তারা শুরু করে। একপর্যায়ে গত ২০১৮ সালের বৈরাগীর চকের ৭টি ভ‚মিহীন পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করে ২১ বিঘা খাস সম্পত্তি দখল করে নেয়। সে সময় মাছ লুটপাট করে এবং সেখানে থাকা ভ‚মিহীনদের বসতবাড়ী, আসবাবপত্র ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। অথচ ভূমিহীনরা শ্রমিকের কাজ করে, ঋণ নিয়ে ওই সব বাড়িঘর নির্মাণ করেছিল। তার পুত্র উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় স্থানীয় প্রশাসন যরব দখলকারী আব্দুস সাত্তারের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। সেখান থেকে উচ্ছেদ হওয়া অসহায় ভ‚মিহীন পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নীচে অতিকষ্টে বসবাস করে আসছেন।
তিনি আরো বলেন ভূমিহীনদের সম্পত্তি দখলকারী ওই আব্দুস সাত্তার একজন প্রতিষ্ঠিত অর্থশালী ব্যক্তি। তার সাতক্ষীরা শহরে একটি, ঢাকায় ফ্ল্যাট এবং নলতায়ও দুই তলা বিশিষ্ট বাড়ি রয়েছে। অথচ নিজেকে ভূমিহীন পরিচয় দিয়ে ওই আব্দুস সাত্তার ভূমিহীনদের উচ্ছেদ করে জোরপূর্বক দখল করে রেখেছে। অন্যদিকে অসহায় ভ‚মিহীণদের বসবাস করা বা চাষাবাদের জন্য একখন্ড জমি নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী খাস জমি ইজারা পাওয়ার অধিকার ভূমিহীনদের রয়েছে। তারপরও ওই আব্দুস সাত্তার গায়ের জোরে এবং প্রভাবখাটিয়ে উক্ত খাস সম্পত্তি ভোগ দখল করে যাচ্ছে। আমি অসহায় ৭টি ভ‚মিহীণ পরিবার ওই সম্পত্তি আব্দুস সাত্তারের কবল হতে উদ্ধার পূর্বক প্রকৃত অসহায় ভূমিহীনদের মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ভূমিহীন শহিদুল ইসলাম, অলিউর রহমান, সিদ্দিক, সাদ্দামান হোসেন, শাহাজান আলী, আমজাদ রুহুল আমীনসহ আরো অনেকে।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
