শার্শার বসতপুর মাদ্রাসার নতুন ৪ তলা একাডেমিক ভবনের শুভ- উদ্বোধণ ও মা-সমাবেশ অনুষ্ঠিত
যশোর জেলার শার্শা উপজেলাধীন বাগআঁচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত বসতপুর হোসাইনিয়া সিনিয়র ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা’র ৪তলা নতুন ভবনের শুভ উদ্বোধণ ও মা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,যশোর’র বাস্তবায়নে প্রায় ৪কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ৪তলা ভবনটি’র শুভউদ্বোধণ ঘোষণা করেন প্রধান অতিথি- যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
এ উপলক্ষে সোমবার(১২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ইঞ্জিনিয়ার আবুল কালাম(হোসাইনিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি’র সাবেক সভাপতি)।
বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শার্শা উপজেলা আ.লীগ সভাপতি-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা আ.লীগ সহ:সভাপতি ও যশোর জেলা পরিষদ সদস্য- সালেহ আহমেদ মিন্টু,যুগ্ম-সাধারণ সম্পাদক-অধ্যক্ষ ইব্রাহীম খলিল,১০নং শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- কবির উদ্দিন আহম্মেদ তোতা,বাগআঁচড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান-ইলিয়াছ কবির বকুল, এমপি’র পিএ-আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলা যুবলীগ সভাপতি-অহিদুজ্জামান অহিদ, সহ প্রমূখ।
ভবন উদ্বোধণ শেষে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন,”শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত মুজিব শতবর্ষে উপহার স্বরূপ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে নতুন ৪তলা বিশিষ্ঠ ভবন নির্মিত হয়েছে। দেশের অন্যান্য উপজেলার ন্যায় শার্শা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের স্কুল-মাদ্রাসা প্রাঙ্গণে আজ নতুন নতুন একাডেমিক ভবন নির্মিত হয়েছে। আ.লীগ সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সমতার ভিত্তিতে আধুনিকায়ন করণ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারিত করার লক্ষ্যে শিক্ষা প্রাঙ্গণে নতুন একাডেমিক ভবন নির্মাণে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ জহির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি যখন ২০০৩ সালে এই প্রতিষ্ঠানে আসি তখন এই বিল্ডিংটা ছিল ভাঙ্গাচুরা তখন থেকেই আমরা খুব কষ্টে করে দিন কাটাচ্ছিলাম। আর এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি সাহেবের জন্য আমরা এই চার তলা নতুন একাডেমি ভবন পেয়েছি তাই আমরা অনেক খুশি এবং আনন্দিত আর এই জন্য আমি সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী বিন্দুর পক্ষ থেকে মাননীয় এমপি সাহেবকে আমাদের অন্তরের অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সাথে তার দীর্ঘায়ু কামনা করি। এবং পরিশেষে একটা কথাই বলব তিনি যেন সর্বদাই আমাদের সকল সুবিধা অসুবিধা দিকটা একটু খেয়াল রাখেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)