বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বেলতলায় জমে উঠেছে মৌসুমী ফল কুলের বাজার

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে – বাণিজ্যিক ভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুলের (বরুই) বাজার। আম, এবং কুল মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়ৎ গুলো। প্রতিদিন এখান থেকে দেশের রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে এই মৌসুমী ফল কুল। বতর্মানে এই অঞ্চলের ‘অর্থকারী ফসল হিসেবে পরিচিতি লাভ পেয়েছে কুল, কোথাও কোথাও এই ফলটিকে চেনে আবার বরুই ফল হিসাবে।

যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়া উপজেলার মাঠ সহ আশেপাশে আরো মাঠ জুড়ে চাষ হচ্ছে এই লাভ জনক ফসলটি, তাইতো দিনে দিনে অন্য কৃষকেরাও ঝুঁকছেন এই কুল চাষে।

কুলের বাজার দর: বল সুন্দরী আগে ১৩০ টাকা এখন ৭০, থাই কুল আগে ১৮০ টাকা এখন ৬০, টক কুল আগে ১৫০ টাকা এখন ৬০ চায়না আগে ৭০ এখন ৪০, কাশ্মিরি কুল আগে ছিল ৭০ টাকা এখন ৩০ টাকা।

স্থানীয় কুল চাষী আতাউর রহমান জানান, আমি দশ বছর ধরে ফুল চাষ করছি ,এ বছর আমি দশ বিঘা কুল চাষ করছি ,গত বছর ও আট বিঘা কুল চাষ করছিলাম, গত বছরের থেকে এ বছর আমার অনেক কুল হয়েছে এবং অনেক দামে কুল বিক্রয় করছি, এভাবে যদি শেষ পর্যন্ত বিক্রয় করতে পারি তাহলে এ বছর আশানুরূপভাবে অনেক লাভবান হতে পারব ইনশাল্লাহ । এই বাজার সম্বন্ধে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিগত ১০ বছর ধরে কুল চাষ করছি আমি এর আগে আরো অন্যান্য বাজারে কুল বিক্রয় করেছি কিন্তু বেলতলা বাজারে কুল বিক্রয় করে যে মজা এবং শান্তি পাইছি আর কোথাও পাইনি। কারণ এখানকার আড়ৎদারা সঠিক দামে এবং সঠিক ওজনে কুল বিক্রয় করে এবং টাকা নিয়ে কোন নয় -ছয় করে না।

ঢাকা জামালপুর থেকে আসা কুল বেপারী পরেশ চন্দ্র সরকার ও তহিদুর রহমান জানান, আমি ১৫ বছর যাবত আম ,কুল, তরমুজ, আনারস সহ বিভিন্ন ফলের ব্যবসার সাথে জড়িত আছি সেই সূত্রে প্রতিবছরই বেলতলার এই ফলের মোকামে আসা হয়।এ বছর দেশে কুলের ফলনটা আশানুরূপভাবে অনেক বেশি। তারপরেও কুলের দাম অনেক বেশি আমরা যেমন বেশি দামে কিনতেছি ঠিক তেমন বেশি দামি বিক্রয় করছি। চাহিদা বেশি থাকায় আমরা কুল কিনে ভালো দামে বেচতে পেরে অনেক খুশি ও লাভবান এবং চাষীরাও লাভবান।

বাজারের স্থানীয় আড়ৎদার মোঃ আল- উজায়ের (সুজন) , আব্দুর রাজ্জাক ও এই বেলতলা বাজারের একজন সফল আড়ৎদার মোঃ আবুল কালাম (আজাদ) জানান, গত বছরের তুলনায় এ বছর কুলের ফলনটা অনেক বেশি আর সেই সাথে কুলের চাহিদা ও দাম বেশি থাকায় আমাদের ব্যবসা এবছর ভালো এবং চাষীরাও অনেক খুশি। আমাদের এই বেলতলা বাজারে চাষিরা নিঃসন্দেহে সঠিক ওজনে এবং সঠিক মূল্য ফল বিক্রয় করতে পারে তাই আমারা সকল চাষীকে বিনয়ের সাথে আহবান করব তারা যেন আমাদের এই বাজারে কুল বিক্রয় করতে আসে। এ বাজারে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুল ক্রয় বিক্রয় করা হয়।

বেলতলা বাজারের ফল ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন জানান, তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেছেন। পরিশেষে তিনি আরো বলেন গত দুই এক বছর এর তুলনায় এ বছর যেমন অনেক কুল চাষ করেছে এবং তারা অনেক বেশি লাভবান হয়েছে ঠিক এভাবে যদি আরো ২-১ বছর যায় আমি আশাবাদী বেলতলা বাজার বাংলাদেশের দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত (আম বাজার) হিসাবে যে একটা খ্যাতি অর্জন করেছে ঠিক তেমনি কুল বাজার হিসাবেও একটা পরিচিতি লাভ করবে ইনশাল্লাহ।

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, এ বছর মোট ৭০ হেক্টর জমিতে ৩০০ জন চাষী কূল চাষ করেছেন। তিনি আরো জানান, বেলতলা বাজার পরিদর্শন করে আমি যেটা দেখলাম হাতেগোনা কিছু জাত যেমন বল সুন্দরী, থাই, আপেল, চাইনা,টক,এই কুল গুলোই এ বছর চাষিরা বেশি চাষ করছেন এবং তারা লাভবানও হয়েছেন। তাই তারা আগামী বছরেও এই লাভজনক ফল কুল চাষ করবেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি রবিউলের

বেনাপোল প্রতিনিধি : চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মব সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী-শিশু নির্যাতনেরবিস্তারিত পড়ুন

শার্শায় আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা

বেনাপোল প্রতিনিধি : শার্শায় নেদারল্যান্ডস এর বিশ্ব বিক্ষাত আলুর বীজ কোম্পানী ড্যানিসপোবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরেরবিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
  • শার্শায় মৎস্য উৎপাদনে অবদান: ক্রেস্ট পেলেন কুদ্দুস আলী বিশ্বাস
  • শার্শায় মৎস্য উৎপাদনে ভূমিকা রাখায় সম্মাননা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস
  • যশোরের শার্শা সীমান্তে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন!
  • শার্শায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • শার্শার কায়বায় ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা
  • বেনাপোলে বিভিন্ন মামলায় পরওনাভুক্ত ১১ আ/সা/মী গ্রে/ফ/তা/র
  • ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশীকে বেনাপোলে হস্তান্তর
  • গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শায় বিজয় র‌্যালি
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় জামায়াতের গণমিছিল
  • জুলাই গণ অভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ