বুধবার, মে ১৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পুকুর থেকে ৩৬টি হাসুয়া উদ্ধার

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি পারিবারিক পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ৩৬টি দেশীয় ধারালো অস্ত্র ‘হাসুয়া’। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত পুকুরটি শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা পরিষদের পিয়ন সাবের মিস্ত্রির বাড়ির পাশেই অবস্থিত। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। একই পরিবারের শ্বশুর মোকসেদ আলী গাজী, যিনি শ্যামনগর উপজেলা আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি এবং শ্যালক রহমত আলী, যিনি শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি—তিনজনের নামে ওই পুকুরটি স্থানীয়ভাবে পরিচিত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাবের মিস্ত্রির ঘরের পাশের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তায় রাখা ৩৬টি দেশীয় হাসুয়া উদ্ধার করে। এই অস্ত্রগুলো কে বা কারা পুকুরে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অপরাধে জড়িতদের খুঁজে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় এলাকাবাসীর দাবি, এই অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বিশেষ মহল ব্যবহার করে আসছে। নকিপুর গ্রামের বাসিন্দা সুজা মাহমুদ বলেন, বিগত সময়ে সাবেক এমপি জগলুল হায়দারের শাসনামলে শ্যামনগরে প্রায়ই দেশীয় অস্ত্র নিয়ে দাঙ্গা-হানাহানি চলত। তখন ভূমিহীন নেতা পরিচয়ে মোকসেদ গাজী, তার জামাতা সাবের মিস্ত্রি ও ছেলে রহমত আলীর নেতৃত্বে একটি বাহিনী গড়ে তোলা হয়, যারা স্থানীয় নানা বিরোধে এ ধরনের অস্ত্র ব্যবহার করত। এমনকি, ২০২৩ সালের শেষ দিকে আমাদের পরিবারের ওপরও এই অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জমির দখল নেয় তারা।

স্থানীয় আরও কয়েকজন জানান, সাবের মিস্ত্রি ও তার আত্মীয়স্বজনেরা দীর্ঘদিন ধরে ওই পুকুরটি জবরদখল করে রেখেছে। এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিএসএফের পুশইন করা ৩ ভারতীয় কারাগারে, ৭৫ জনকে পরিবারে হস্তান্তর

গাজী হাবিব, সাতক্ষীরা: ভারতের গুজরাটের বস্তি থেকে তুলে এনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীবিস্তারিত পড়ুন

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ

সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ)বিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: ৫ ব্যবসায়ীকে জরিমানা
  • সুন্দরবন দিয়ে বাংলাদেশে ৬২ জনকে পুশইন বিএসএফের
  • শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী
  • শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় গ্রামে গ্রামে ধান শুকাতে ব্যস্ত নারীরা
  • উপকূলে শঙ্কা ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে
  • আম সংগ্রহ শুরু, দেশের বাজারে মিলবে সাতক্ষীরার নানান জাতের আম
  • শ্যামনগরে ইভটিজিং: এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় তিন যুবকের কারাদণ্ড
  • শ্যামনগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • শ্যামনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও সমবেশ
  • শ্যামনগরে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা
  • সাতক্ষীরা ৫ মে থেকেই বাজারে আসবে আম