শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নে মাসিক দরবার অনুষ্ঠিত

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরা পুরাতন জমিদার বাড়িতে অবস্থিত ৩০ আনসার ব্যাটালিয়ন এর মাসিক দরবার অনুষ্টিত হয়েছে। দরবারের প্রাক্কালে ব্যাটালিয়নের কোয়াটার গার্ডে অস্ত্রসহ গার্ড সালাম গ্রহণ করেন পরিচালক এনামুল খাঁন। পরে দরবারে উপস্থিত ব্যাটলিয়ন সদস্যদের উদ্দেশ্যে পরিচালক এনামুল খাঁন বলেন, কোন ব্যাটালিয়ন সদস্য কারো বিরুদ্ধে কোন প্রকার মিথ্যা বা বানোয়াট অভিযোগ করবেন না।

অভিযোগ মিথ্যা প্রমান হলে অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারী ইউনিফর্ম, সরকারী যে কোন মালামাল বাইরে কোন সিভিল লোককে দেওয়া যাবেনা। তিনি সৈনিকদের একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন।

পরিচালক এনামুল খাঁন যে কোন ব্যক্তিগত বা পেশাগত সমস্যার ক্ষেত্রে সিনিয়র সদস্য, কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক অথবা পরিচালক এর সাথে আলোচনা করার নির্দেশনা দেন। তিনি বলেন বিদ্যুৎ ও পানির ব্যবহারে মিতব্যয়ী হতে হবে, কোন প্রকার অপচয় করা যাবেনা। সদর দপ্তর কর্তৃক প্রদত্ত মেন্যু অনুযায়ী মেসে খাবার সরবরাহ করতে হবে। সৈনিকদের শৃংঙ্খলার মান বজায় রাখা, সময়মত পরিবার পরিজনের সাথে যোগাযোগ রাখা, স্থানীয় জনগনের সাথে সু-সম্পর্ক বজায় রাখা, ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি মেনে চলা এবং মহাপরিচালক এর নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি দরবারে আগামী জাতীয় সমাবেশ ২০২৩ উপলক্ষে পদক ও পুরষ্কারের প্রস্তাব প্রেরণের লক্ষ্যে কৃতিত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কার্যক্রমগুলো সংরক্ষণ করে যথাসময়ে অফিসে দাখিল করতে বলেন। ব্যাটালিয়নের সকল অব্যবহৃত স্থানে ও পুকুর পাড়ে শাক-সবজি রোপণের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানিয়ে রোল কল ও অন্যান্য সকল কার্যক্রমে যথাসময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশনা দেন।

দরবার শেষে ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার মোঃ আলমগীর হোসেনকে চাকুরী হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং তাকে পরিচালক ও ব্যাটালিয়ন অফিস ষ্টাফদের পক্ষ থেকে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান এবং তার পরিবারসহ সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।

পরিচালক এনামুল খাঁন ৩০ আনসার ব্যাটালিয়নে তার ১৩ তম মাসিক দরবার অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে গত এক মাসের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি দরবরে উপস্থিত কারো কোন পয়েন্ট ও ইউনিটের সমস্যা জানতে চাইলে, এপিসি মোঃ আবদুছ সোবাহান, হাবিলদার মোঃ জিল্লুর রহমান, নায়েক মোঃ নজরুল ইসলাম, ল্যান্স নায়েক মোঃ রাহাতুল ইসলাম ও ব্যাটালিয়ন আনসার মোঃ গোলাম মোস্তফা বিভিন্ন বিষয় তুলে ধরেন। উল্লেখিত সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জন্য পরিচালক আশ্বাস দেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাটালিয়ন আনসার মোঃ শওকত হোসাইন।

তিনি ইউনিটের যে সকল ব্যাটালিয়ন আনসার সদস্য অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন এবং এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি যে সকল ব্যাটালিয়ন আনসার সদস্য, কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং পরম করুণাময় আল্লাহ তা’য়ালার দরবারে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। উক্ত দরবার অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন কোম্পানী কমান্ডার মাইনুল হাসান।

একই রকম সংবাদ সমূহ

বেতন ১৫-২০ হাজার টাকা, তবু পুরো আয় দিয়ে গরীব ও অভাবীদের খাওয়ান!

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুর বেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পিকআপের চাপায় ভ্যানচালক নিহ*ত, আহ*ত-১

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দ্রুতগামী পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফেনসিডিলসহ যুবক গ্রে*প্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০বিস্তারিত পড়ুন

  • চারুকলা ও সঙ্গীত শিল্পী আছাদুজ্জামান আছাদের মায়ের ই*ন্তেকাল
  • ট্রাফিক জরিমানার টাকা আত্মসাৎ: অমিত ঘোষ বাপ্পার বিরুদ্ধে নতুন অভিযোগে উত্তাল পাকাপোল এলাকা
  • সাতক্ষীরার ভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণ
  • নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের
  • সাতক্ষীরায় স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী! বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্ত্বা অসহায় স্ত্রী
  • রাস্তায় রাস্তায় মাকে খুঁজছে অবুঝ ২ শিশু, ৩ মাসেও দেখা মিলল না মায়ের
  • সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন, গ্রে*প্তার-১
  • সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়ক যেনো মরণ ফাঁদ!
  • সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় সবুজ উদ্যোগ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক সেশন