মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় মারপিট, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করায় সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত ডাক্তার গোলাম রসুলের ছেলে আমিরুল ইসলাম নিজেদের অপরাধ ঢাকতে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যে মানববন্ধন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত রওশন আলীর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মোঃ আমিরুল ইসলাম, একই গ্রামের মোঃ ওয়াজেদ আলী, গোলাম ওদুদ, হাবিবুর, হাবিবুল্লাহ, রিয়াজ হোসেন, সৌরভ ঘোষ, সাইফুল, আব্দুর রউফ, চিরণ ও মোজাহারুল ইসলাম জামায়াত-শিবিরের ক্যাডার। তারা এলাকার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। এলাকার অনেক পরিবার তার অত্যার ও নির্যাতনের শিকার। সন্ত্রাসী বাহিনী নিয়ে আমিরুল এলাকায় দাপট করে যাচ্ছে। হিংস্র প্রকৃতির হওয়ায় আমিরুল গংদের ভয়ে সবাই সব সময় ভীতসন্ত্রস্থ থাকে। ফলে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না।

তৌহিদুল ইসলাম আরো বলেন, সদর উপজেলার পাথরঘাটা মৌজার জে.এল-৬৯ এবং ৮৯৮ খতিয়ানের ১০ টি দাগে মোট ১ একর ৬৬ শতক জমি পৈত্রিক সূত্রে আমরা মালিক। কিন্তু প্রতিবেশী আমিরুল ইসলাম গংরা দীর্ঘদিন ধরে ওই পৈত্রিক সম্পত্তি বসতভিটা জোরপূর্বক ভোগ দখলের জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে মিথ্যে মামলার ভয় দেখাচ্ছে ও ক্ষয়ক্ষতিসহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এবিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে বে-সরকারি গ্রাম্য আমিন দিয়ে মাপ জরিপ করা হলেও আমিরুল গংরা তা মানতে নারাজ। একপর্যায় ভূয়া জাল দলিল সৃষ্টি করে চলতি বছরের ১২ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে জোরপূর্বক আমাদের বসতবাড়ি দখলের উদ্দেশ্যে বাঁশের লাঠিসোটা, লোহার রড, ধারালো রাম দা, ছেনদা নিয়ে আমার বাড়িতে ঢুকে মারপিট, ভাংচুর ও লটপাট চালায়। এসময় তারা মূল্যবান জিনিসপত্র ও সমুদয় টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, উল্লেখিত ঘটনায় আমি সদর থানায় একটি মামলা দায়ের করায় আমিরুল গংরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় আমিরুল গংসহ অজ্ঞাতনামা আরো ২৫/২৬ জন ২৩ ডিসেম্বর বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে একটি মানববন্ধন করে। মানববন্ধনে আমিরুল গংরা আমার চাচাত ভাই ডাক্তার মুনাওয়ার হুসাইন এর বিরুদ্ধে বিভিন্ন প্রকার কু-টুক্তিমূলক কথা বলে আমার ও পরিবারের সম্মান নষ্ট করেছে।

তিনি বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমিরুল গংদের মত ভুমিদস্যু ও সন্ত্রাসীদের প্রতিহত করা দরকার। এদেরকে প্রতিহত করতে সমাজের বিবেগবান মানুষদের এগিয়ে আসার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে নবীন বরণ

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হলো সাতক্ষীরা পিএনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা ও ছেলে গ্রেপ্তার

সাতক্ষীরায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আনজুয়ারা ও তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ফিংড়ী মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী: সাতক্ষীরার ফিংড়ী মজিদিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক
  • সাতক্ষীরায় শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা প্রদান
  • সাতক্ষীরায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
  • সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা আদালতে কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা
  • সাতক্ষীরায় ৫৬টি মহিলা সমিতিকে সাড়ে ১৬লাখ টাকার চেক প্রদান
  • ভোমরার মাদক সম্রাট শামীম: দুই যুগের সিন্ডিকেটে নাকানিচুবানিতে প্রশাসন
  • সাতক্ষীরায় ডাকসু’র পক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ
  • সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ
  • সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. সালাম
  • ঝাউডাঙ্গায় ইসলামী সংগঠন ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা ও কর্মশালা