রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অতিবাহিত

কলারোয়ায় এইচএসসি সহ সমমান পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অতিবাহিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পৌর সদরের ৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞান (প্রথম পত্র) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য মতে জানা যায়, কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে এ বছর(২০২১) বিজ্ঞান শাখার ১ম দিনে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ ছাত্র (পরীক্ষার্থী) অনুপস্থিত থাকায় ১৪০ জন পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে ছাত্র-৯২ ও ছাত্রী-৪৮ জন।
কলারোয়া সরকারী কলেজ কেন্দ্রে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্রী অনুপস্থিত থাকায় ৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্র-৪৭ জন ও ছাত্রী ২৮ জন।
কলারোয়া শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে বিজ্ঞান বিভাগে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্র অনুপস্থিত। উপস্থিত ১৮ জনের মধ্যে ৭ জন ছাত্র ও ১১ জন ছাত্রী।

এদিকে কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় প্রথম দিনে কুরআন মজিদ বিষয়ে ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অনুরুপভাবে শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজে এইচএসসি বিএম শাখার পরীক্ষায় হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ বিষয়ে ৬৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পৃথকভাবে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন হোসেন।

পরিদর্শন শেষে পরীক্ষা কেন্দ্রে সুন্দর পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবর রহমান, সরকারী কর্মকর্তা হিসাবে দায়িতে আছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, পরিসংখ্যন কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ ও মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার,হল সুপারের দায়িত্বে আছেন অধ্যাপক অসীম কুমার ঘোষ, পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক শান্ত কুমার পাল।
কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রের সচিবের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান,পরীক্ষা কমিটির আহবায়ক হিসাবে দায়িত্বে আছেন প্রভাষক হুসাইন মাহমুদ, সরকারী কর্মকর্তা হিসাবে দায়িত্বে আছেন (ট্যাগ অফিসার) উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ ইমরান হোসেন।
শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক তুতিয়া খাতুন, হল সুপারের দায়িত্বে আছেন অধ্যাপক আবুল খায়ের, ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস ও রিসোর্স অফিসার মহিতোষ কুমার কর্মকার।
কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করছেন কেন্দ্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বজলুর রহমান, সরকারী কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসাবে দায়িত্বে আছেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ,এস,এম সোহেল।

এছাড়া কক্ষ পরিদর্শক শিক্ষকবৃন্দ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

পরীক্ষা কেন্দ্রের বাইরে সুন্দর পরিবেশ বজায় রাখেতে পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যগণের দায়িত পালন করতে দেখা গেছে।

এদিকে উপজেলার ১১টি কলেজ থেকে আগত পরীক্ষার্থীরা কোভিড- ১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরনে মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় যুবদল নেতার অবস্থা আশ*ঙ্কাজনক

সাতক্ষীরার কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় গু*রুতর আহ*ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ

কলারোয়ার জয়নগর ইউনিয়নে দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ, মহিলা সমাবেশ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যুবদলের মতবিনিময়

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে কয়েকটি ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা লাল্টু ঢাকায় গ্রেফতার
  • মানব পাচাররোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ক্যাম্পাইন
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা
  • কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা
  • কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
  • কলারোয়ায় বিভিন্ন মাদ্রাসায় বেঞ্চ বিতরণ
  • কলারোয়ায় গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের আয়োজনে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ
  • কলারোয়ায় জিআর বালিকা দাখিল মাদ্রাসায় সুধী ও মা সমাবেশ
  • কলারোয়ার শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠান
  • কলারোয়া উপজেলা সমিতি-ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব