আরো খবর..
কেশবপুরে তৃতীয় শ্রেণি কর্মচারীদের ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেশবপুর উপজেলা শাখা ৫ দফা দাবি পূরণের লক্ষে সোমবার বেলা ১১টার সময় স্মারক লিপি প্রদান করেছে।
তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সদস্যরা উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি তুলে দেন।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর নিকট ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম ১১তম গ্রেড দেওয়া, শিক্ষার্থী সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করা, পেশাগত উন্নয়ন কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের দ্রুত ব্যবস্থা করা, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি-২০১২ দ্রæত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্ততে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করা এবং সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠন জাতীয়করণ করার দাবি করা হয়।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ যশোর জেলা শাখার সমন্বয়ক মধুসূদন সরকার, সাংগঠনিক সম্পাদক সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, কেশবপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার মল্লিক, সহ-সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন পতিনিধি সিদ্দিক, মিলন, আনন্দ, কামরুজ্জামান, রবিউল, ফরিদুজ্জামান, আব্দুল মতলেব প্রমুখ।
হাসানপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র!
যশোরের কেশবপুরের হাসানপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষে গত ২৯ নভেম্বর আবদুল আজিজ সরদারকে আহŸায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহŸায়ক কমিটি গঠন করা হয়। কমিটি খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। যেখানে মোট ভোটার হয়েছে ২৩৯ জন। গত ১৭ ডিসেম্বর হাসানপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে আগামী ১০ জানুয়ারী সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ওজিয়ার রহমান, মঞ্জুরুল আলম পলাশ ও আনছার আলী মনোনয়নপত্র ক্রয় করলেও আনছার আলী তার মনোনয়নপত্র জমা দেননি।
সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, মশিয়ার রহমান শেখ, শহিদুল ইসলাম, মাজিদুর রহমান ও আনিসুর রহমান মনোনয়নপত্র ক্রয় করলেও আনিসুর রহমান তার মনোনয়নপত্র জমা দেননি। কোষাধ্যক্ষ পদে হাতিম আলী, মনিরুজ্জামান ও শাহাজাহান মনোনয়নপত্র ক্রয় করেন। গত ২৮ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
এদিকে হাসানপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে একটি কুচক্রীমহল য়ড়যন্ত্র শুরু করেছে। খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরও কুচক্রীমহলটি ভোটার তালিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। কোন প্রার্থীকে কেহ হুমকী প্রদান না করলেও পরিবেশ ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। এমনকি ঐ কুচক্রীমহল একটি মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সাংবাদিকদের সরবরাহ করে। যা দৈনিক লোকসমাজ পত্রিকা-সহ কয়েকেটি অনলাইন পত্রিকায় হাসানপুর বাজার পরিচালনা কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল আজিজ সরদার বলেন, পূর্বের কমিটি বিলুপ্ত করে আমাকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ১৭ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষনা করে। প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছেন। যা যাচাই বাছাই করে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)