শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যােগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও সাদাছড়ি বিতরণ

১৬ ডিসেম্বর ২০২০ ইং ৪৯তম জাতীয় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবে আলোচনা সভা ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জেলা শাখার দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র এবং সাদাছড়ি বিতরণ হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় কদমতলা বাজারে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক কবীর হোসেনের পরিচালনায় আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র এবং সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান করা হয়। এসময় দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে ৬০ পিস শীতবস্ত্র এবং ৪০টি সাদাছড়ি বিতরণ করা হয়।

অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নর্দান ইউনিভাসিটির গণসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলি সুমন।

এসময় প্রধান অতিথি অধ্যক্ষ আবু আহমেদ বলেন প্রতিবন্ধীদের পাশে সবাই এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধিরা সমাজের বোঝায় নয়। সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকরা সব সময় অসহায় মানুষের ও প্রতিবন্ধীদের পাশে থাকবে। যেন অসহায় মানুষ ও প্রতিবন্ধীরা সরকারের সকল সুযোগ সুবিধা পেতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন না করলে আমরা আজ লাল সবুজের পতাকা ও বিজয়ের মাস দেখতে পেতাম না। দেশের কল্যানের জন্য তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সোনার বাংলদেশ গড়তে পেরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সহ অসহায় মানুষের জন্য সকল প্রকার ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নও করছেন।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক কবীর হোসেন তার বক্তব্যে বলেন- জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু অতি দুঃখের বিষয় যে, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ফায়দা হাসিলের লক্ষ্যে নিজেকে অত্র সংস্থার সাধারণ সম্পাদক দাবী করে অত্র সংস্থার সুনাম ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। এ ব্যপারে তিনি সাংবাদিকসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আবু রায়হান রাজু, যুগ্ন সম্পাদক শেখ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মফিজুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, অর্থ সম্পাদক রফিকুল আলম, তথ্য বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন, মনিরুল ইসলাম মনি প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসবে পুলিশ সুপার মনিরুল ইসলাম

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বৈচিত্র্য ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নার্সদের বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গেবিস্তারিত পড়ুন

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • বিরল শাক–লতার ব্যতিক্রমী মেলায় উপকূলের তারকাদের মিলনমেলা
  • সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ
  • ৮ ইসলামী দলের মহাসমাবেশ বাস্তবায়নে সাতক্ষীরা জামায়াতের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার কোমরপুরে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি
  • সাতক্ষীরায় জেলা কাবাডি রেফারিজ এসোসিয়েশনের কমিটি অনুমোদন
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • সাতক্ষীরায় নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ক উঠান বৈঠক
  • সাতক্ষীরায় মিডিয়া অ্যাডভোকেসি সভা: জলবায়ু পরিবর্তনে সামাজিক সুরক্ষার গুরুত্বারোপ
  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদের সৌজন্য সাক্ষাত