টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্ধন


সাতক্ষীরা প্রতিবেদক।। নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সাত দফা দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে দুই শতাধিক নারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে প্রতাপনগর জলবায়ু পরিবর্তন পরিবর্তন স্থানচ্যুত এবং সুরক্ষার অধিকারের অন্তর্ভুক্তির আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে দাবিগুলো হচ্ছে, জলবায়ু-অভিবাসিত পরিবারগুলোর তালিকা প্রনয়ন করে সরকারী সহায়তার আওতায় আনা।
তাদের জন্য নিরাপদ আবাসন, কর্মসংস্থান ও আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ ও আর্থিক সহায়তা প্রদান।
সামাজিক সুরক্ষা কর্মসূচী (ভিজিডি, ভিজিএফ, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি) প্রদানে অগ্রাধিকার নিশ্চিত করা। অভ্যন্তরীন অভিবাসিদের পুনবাসনের জন্য টেকসই পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন। নদীভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ শ্লোগান। সুপেয় পানি প্রাপ্তি, স্বাস্থ্যসেবা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় পর্যায়ে সচেতনমূলক কার্যক্রম বৃদ্ধি
প্রতাপনগর এলাকার নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা খাতুন ও ফাতেমা খাতুন বলেন, আশাশুনি উপজেলাটি অধিক দুর্যোগ প্রবণ এলাকা। এ উপজেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ সীমান্তে প্রতাপনগর ইউনিয়ন সুন্দরবনের খুব কাছে অবস্থিত। বিগত বছরগুলিতে আমরা বিভিন্ন ধরণের বড় বড় দুর্যোগ মোকাবেলা করেছি। যেমন-আইলা, সিডর, বুলবুল, আম্ফান, ফনি, ইয়াস ও সম্প্রতিক রেমাল ঘূর্ণিঝড়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে এই অঞ্চলে প্রতি বছর বিভিন্ন ধরণের দুর্যোগ ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনগোষ্ঠি ব্যাপক ভাবে ক্ষতিগ্রন্থ হচ্ছে। লবনাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙ্গনের কারণে অনেক পরিবার তাদের বসতভিটা হারিয়ে শহরের বিভিন্ন বস্তি ও অভ্যন্তরীন অভিবাসনে বাধ্য হচ্ছে। এ সকল স্থানান্তরিত জনগোষ্ঠির জীবিকা, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত মীর আবু বকর বলেন, প্রাকৃতিক দুর্যোগে প্রতাপনগর এর মানুষ বাস্তুতচিত্ত হয়ে শহরের চলে যায়। শহরে গিয়ে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা না হলে পুনরায় তাদের গ্রামের ফিরতে হয়। সেখানে এসে পুনরায় ঘরবাড়ি শুরু করার পূর্বেই আবারো বন্যা জলেশ্বর শুরু হয়। একের পর এক বন্যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার সর্বসাধারণের দাবী দ্রুত একটি টেকসই বেড়িবাঁধ।
মানববন্ধন কর্মসূচিতে নদী ভাঙ্গন কবলিত প্রতাপনগর ইউনিয়নের সর্বস্তরে মানুষের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রতাপনগর এর দুর্দশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা খাতুন, ফাতেমা খাতুন, সাংবাদিক মীর আবু বকর, অঞ্জলি বিশ্বাস, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার প্রোগ্রাম অফিসার ডাঃ সুমন কুমার মালাকার প্রমুখ।
শেষে সাত দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগর, আশাশুনি ইউনিয়নে উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধিঃ ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক আয়োজিতবিস্তারিত পড়ুন

বিভিন্ন মন্ত্রণালয়ে ধরনা দিয়ে এলাকায় উন্নয়ন এনেছিলাম: কাজী আলাউদ্দিন
হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনসহ অবকাঠামো উন্নয়ন করব : কাজী আলাউদ্দিন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনির ফটিকখালীতে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

