শনিবার, নভেম্বর ২২, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব -১৭) এর দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনভর কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হয় কয়লা বনাম যুগীখালী ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকলে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে কয়লা ৪-১ গোলে যুগীখালী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
২য় ম্যাচে মুখোমুখি হয় কুশোডাঙ্গা ইউনিয়ন বনাম কলারোয়া পৌরসভা। খেলার প্রথমার্থে কলারোয়া পৌরসভা ১ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষ মিনিটে কুশোডাঙ্গা গোল পরিশোধ করলে টানটান উত্তেজনায় দ্বিতীয়ার্ধে কলারোয়া পৌরসভা ফের আরেকটি গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত কলারোয়া পৌরসভা ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের তৃতীয় খেলায় মুখোমুখি হয় কেরালকাতা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকার কারণে ট্রাইবেকারে সোনাবাড়িয়া ৩-২ গোলে কেরালকাতা ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
চতুর্থ খেলার মুখোমুখি হয় দেয়াড়া বনাম চন্দনপুর ইউনিয়ন পরিষদ। প্রথমার্ধের শেষ মিনিটে দেয়াড়া গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করার ফলে ২-০ গোলে দেয়াড়া ইউনিয়ন পরিষদ জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান, রুহুল আমিন, সাঈদুর রহমান, সাজেদুল করিম তপু।
ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

খেলাগুলো উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ইমরান, চেয়ারম্যান সম মোরশেদ আলী, রবিউল হাসান, বেনাজির হোসেন হেলাল, ডালিম হোসেন, শেখ সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আরডিও এসএম সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মফিজুল ইসলাম, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ইউএনও অফিস সহায়ক বেনজীর হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, মো. রাব্বি, মেডিকেল অফিসার ডা. তানভীর জাহান, মেডিক্যাল এ্যাসিসট্যান্ট পিয়াস কুমার দাসসহ কলারোয়া ফায়ার সার্ভিসের টিম, কলারোয়া পুলিশ সদস্যরাসহ দর্শকরা।

শুক্রবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিকাল ৩টায় ১ম সেমিফাইনালে মুখোমুখি হবে কয়লা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও বিকাল ৫টায় কলারোয়া পৌরসভা বনাম দেয়াড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় যুবদল নেতার অবস্থা আশ*ঙ্কাজনক

সাতক্ষীরার কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় গু*রুতর আহ*ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ

কলারোয়ার জয়নগর ইউনিয়নে দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ, মহিলা সমাবেশ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যুবদলের মতবিনিময়

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে কয়েকটি ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা লাল্টু ঢাকায় গ্রেফতার
  • মানব পাচাররোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ক্যাম্পাইন
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা
  • কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা
  • কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
  • কলারোয়ায় বিভিন্ন মাদ্রাসায় বেঞ্চ বিতরণ
  • কলারোয়ায় গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের আয়োজনে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ
  • কলারোয়ায় জিআর বালিকা দাখিল মাদ্রাসায় সুধী ও মা সমাবেশ
  • কলারোয়ার শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠান
  • কলারোয়া উপজেলা সমিতি-ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব