শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্রেসক্লাবের সভাকক্ষে এ আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে বায়েজিত বোস্তামি উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হজরত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, সদস্য রাজু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সওকাত ওসমান, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সুজন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, সদস্য আব্দুস সালাম, রুহুল আমিন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, মোমিনুর রহমান, সজল আহম্মেদ প্রমুখ।

জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন

দেবহাটা উপজেলা থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন তথা জুলাই বিপ্লবের ঢাকার রাজপথের একজন সম্মুখ সারির অকুতোভয় যোদ্ধা; পাশাপাশি তিনি একজন তুখোড় তরুণ সংগঠক। গত ৯ মার্চ ২০২৫ তারিখে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, উপসচিব শাহানা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের নির্বাহী কাউন্সিলের সদস্য হিসেবে দেবহাটার কৃতী সন্তান আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করা হয়। আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে স্বনামধন্য একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা হিসেবে একাধিক কর্ম পরিবেশ বাস্তবায়নের মাধ্যমে তরণদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। নির্বাহী কাউন্সিল সদস্য মনোনীত হওয়ার পর তার উপলব্ধি জানতে চাইলে তিনি বলেন, “দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শহরকেন্দ্রিক সরকারি যুবপ্রশিক্ষণগুলো প্রান্তিক পর্যায়ে বিস্তৃত করা যায়, সেটা নিয়ে কাজ করব। পাশাপাশি, দেবহাটার তথা সাতক্ষীরার যুবকদের কীভাবে আরও বেশি দক্ষ ও কর্মমুখি করা যায়, এ ব্যাপারটা নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চাই।”স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন সৃষ্টির মাধ্যমে যার পথচলা, সেই যুব উন্নয়ন প্লাটফর্মে তার এমন অর্জনে এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নির্বাহী কমিটিতে অধিষ্ঠিত হওয়ায় দরদি পরিবার আনন্দিত।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে নবান্ন উৎসব

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে নবান্নের পিঠা উৎসব পালিত হয়েছে। বুধবার (২৬বিস্তারিত পড়ুন

আগামী নির্বাচন সুষ্ঠ-সুন্দর পরিবেশে হবে: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজনের সাথে মতবিনিময় কালে সাতক্ষীরা জেলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়া মৎস্য অকশান সেন্টারের কমিটি গঠন
  • দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা মাসিক কমিটির সভা
  • দেবহাটায় জমিদার ফনিভূষন মন্ডল-এর স্মরণ সভা
  • দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন
  • সাতক্ষীরা-৩ : ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ
  • দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • পল্টন দিবসে দেবহাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের কর্মশালা
  • দেবহাটার সখিপুরে কিশোর-কিশোরী ও যুবকদের নিয়ে খেলাধুলার আয়োজন
  • দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়কে কাজ পরিদর্শনে এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ
  • দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়কে হাতের সাথে উঠে আসছে কাপেটিং
  • দেবহাটার কুলিয়ায় ভোট কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা