শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুর পৌর নির্বাচন ভোটের মাঠ চষে বেড়াচ্ছে প্রার্থীরা

মনিরামপুর পৌরসভা নির্বাচনের বাকী আর মাত্র কয়েক দিন। এ নির্বাচনে ২১ হাজার ৯৬৫ জন ভোটারকে ঘিরে মেয়র’সহ ১৩ পদে নির্বাচিত হতে এবং শেষ মূহুর্তে ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে ভোট ভিক্ষার পাশাপাশি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ৫১ জন প্রার্থী।

দলের বাইরে ভাসমান ভোটারদের পছন্দের প্রার্থী বাছাই হবে শেষ মুহুর্তে।

সোমবার এলাকা ঘুরে জানাগেছে, আগামী ৩০ জানুয়ারী (শনিবার) মনিরামপুর পৌরসভা নির্বাচন। প্রতীক বরাদ্দের দিন থেকে শুরু করে প্রতিদিন দুপুর ২টা হতে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতিতে বিরামহীনভাবে মাইকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এমনকি নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যশায় প্রত্যেক প্রার্থী নিত্যদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের মন জয় করার জন্য ভোট ভিক্ষা ও দোয়া প্রার্থনায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ছুট দিচ্ছেন। অনেকে তাদের রুটিন মাপিক নাওয়া-খাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছেন।

তবে, এবারের নির্বাচনে মেয়র পদে দ্বিমুখী লড়াই হবে। আর হাড্ডা-হাড্ডি সেই লড়াইয়ের তালিকায় রয়েছেন, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান (নৌকা প্রতীক) এবং অপরজন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন (ধানের শীষ প্রতীক)। এ ছাড়া মেয়র পদে অপর আরেকজন হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী আলহাজ মাষ্টার আবু তালেব (হাতপাখা প্রতীক)।

বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভোটারদের মুখে শুনা যায়, এ তিন মেয়র প্রার্থীর মধ্যে আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান (নৌকা প্রতীক) জনপ্রীয়তার শীর্ষে রয়েছেন। এদিকে দলের বাইরে যেসব ভাসমান ভোটার রয়েছেন তাদের পছন্দের প্রার্থীদের বেছে নেয়ার শেষ সময় চলতি সপ্তাহ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সহিদুর রহমান জানান, পৌর নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯শ’ ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮শ’ ৩৬ এবং নারী ভোটার ১১ হাজার ১শ’ ২৯ জন। মোট প্রার্থীর মধ্যে ৩ জন মেয়র প্রাথী, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৫ জন রয়েছেন। এদের মধ্যে ১ জন পৌর মেয়র ও ৯ জন সাধারণ কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হবেন।

সব মিলিয়ে মনিরামপুর পৌরসভার এ নির্বাচনকে ঘিরে, প্রচার-প্রচারনায় সারা পৌর এলাকায় বেশ উৎসবমুখর পরিবেশ চলছে।

একই রকম সংবাদ সমূহ

শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে পুড়ে ছাইবিস্তারিত পড়ুন

‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস

শার্শা (যশোর) প্রতিনিধি: শীতের আগমনী হাওয়ায় আবারও প্রাণ ফিরে পেয়েছে ‘ফুলের রাজ্য’বিস্তারিত পড়ুন

শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ওসমান গনি, বেনাপোল: যশোরের শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • মনিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও কমিটি গঠন
  • মনিরামপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃ*ত্যু
  • রাজগঞ্জে বহু অপকর্মের হোতা কাদেরে বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন
  • বেনাপোলে বিদেশী ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক
  • শার্শার গোগায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক
  • হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার সেই উৎসব আর ভাওয়াইয়া গান
  • শার্শায় বোমা বি*স্ফোরণে যুবক গুরুতর আহ*ত
  • শার্শায় ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • ভারত থেকে ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর
  • শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন
  • লকডাউনে স্বাভাবিক বেনাপোল বন্দর, সচল রাখতে শ্রমিকদের বিক্ষোভ
  • নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরলো ৪ সন্তানের জননী