প্রত্যাশার চেয়ে পিছিয়ে বিজেপি, পশ্চিমবঙ্গে মমতার জয়জয়কার
ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। এই নির্বাচনের প্রচারণার একেবারে শুরু থেকেই ৪০০ আসন পার করার ডাক দিয়েছিল বিজেপি। যদিও ভোট গণনা শুরুর পর সময় যতই গড়িয়েছে, বিজেপির লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি ততই ফিকে হয়ে এসেছে। প্রত্যাশার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ক্ষমতাসীনরা।
ভারতের ক্ষমতাসীন এই দলটি এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। মূলত প্রাথমিক ভোট গণনায় মোদির ভূমিধস জয়ের আভাস মেলেনি।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, নরেন্দ্র মোদির ‘এনডিএ’ আর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মাঝে ফারাক মাত্র ৫০ আসনের আশপাশে।
আনন্দবাজারের সূত্র মতে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত একক দল হিসেবে মোদির বিজেপি এগিয়ে রয়েছে ২৪০ আসনে, কংগ্রেস ৯৯ এবং অন্যান্যরা এগিয়ে ২০২ আসনে। গোটা ভারতে ৫৪৩টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করতে প্রয়োজন ২৭২টি আসন।
এদিকে পশ্চিম বাংলায় কর্তৃত্ব ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। বাংলার ৪২টি আসনের মধ্যে মমতার নেতৃত্বধীন তৃণমূল এগিয়ে ২৯টি আসন। অন্যদিকে বিজেপি ১২ এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে।
এছাড়া সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশে। গত লোকসভা ভোটে পেয়েছিল এই দলটি পেয়েছিল মাত্র পাঁচটি আসন। সেই দলই এ বার ৩৮টি আসনে এগিয়ে।
৮০ আসনের উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে রয়েছে ত্রিশের বেশি আসনে। ৩৮টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)