শনিবার, মে ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গায় কর্মসৃজন প্রকল্প ও ঘর বরাদ্দ দেয়ার নামে ঘুষ গ্রহণের অভিযোগ

সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের অতিদরিদ্র কর্মসূচির আওতায় ৪০ দিনের প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্প-২ (জমি আছে ঘর নাই) এ ঘর দেয়ার নামে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সেলিম হোসেনের বিরুদ্ধে।

যদিও ইউপি চেয়ারম্যানের সাথে গভীর সখ্যতা থাকায় তার (ইউপি সদস্য সেলিম হােসেন) বিরুদ্ধে একাধিকবার উপজেলা প্রকল্পবাস্তবায়কারী কর্মকর্তার (পিআইও) কাছে অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে ইউনিয়নের পাথরঘাটা গ্রামে (২নং ওয়ার্ড) ঘুরে জানা গেছে, ইউপি সদস্য সেলিম হােসেন ৪০দিনের কর্মসৃজন প্রকল্প নিজের পরিচিত লোকজনের নাম তালিকাভুক্ত করে কাজ করাচ্ছেন। যাদের মধ্যে অধিকাংশই অর্ধেক টাকা দেয়ার শর্তে ইউপি সদস্যেও সাথে চুক্তিবদ্ধ। এসব শ্রমিকরা নিয়মিত কাজ করছেন না।

অপরদিকে কর্মসৃজন প্রকল্পে কাজ দেয়ার নামে কয়েকজনের নিকট থেকে জনপ্রতি ২ হাজার টাকা ঘুষ নিলেও তাদের নাম তালিকায় দেয়া হয়নি। এরমধ্যে পাথরঘাটা গ্রামের মুনসুর আলী (৩৫) জাানান, ৪০দিনের কাজ দেয়ার জন্য ইউপি সদস্য সেলিম হোসেন তার নিকট থেকে খরচ বাবদ ২ হাজার টাকা নিলেও তালিকায় নাম দেয়নি। এখন টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে মামলায় ফাসিয়ে দেয়ার হুমকি দিচ্ছে বলে তিনি জানান। এছাড়া সেলিম হোসেনের বিরুদ্ধে একাধিক ব্যাক্তির কাছ থেকে কাজ দেয়ার নামে টাকা উত্তোলন করে আত্মসাত এবং প্রকল্পে লোক কম দিয়ে কাজ করাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করে জানান।

নাম প্রকাশ না করার শর্তে কর্মরত একাধিক শ্রমিক জানান, ইউপি সদস্য চুক্তিতে তার পরিচিত লোকদের তালিকায় নাম দেয়ায় কাজের ২০দিন পেরিয়ে গেলেও অনেকে কাজে আসে না। আমরা অল্প কয়েকজন শ্রমিক নিজেদের কাজসহ তাদের কাজও করে দিতে হচ্ছে। কাজ করতে না চাইলে ইউপি সদস্য টাকা না দেয়ার হুমকি দেয়। আমরা গরীব মানুষ নিরবে সব মেনে নেয়া ছাড়া কোন কিছুই করার নেই।

প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্প-২ (জমি আছে, ঘর নাই) এ ঘর দেয়ার নামে পাথরঘাটা গ্রামের সুরত আলীর ছেলে সাজ্জাত হোসেন কাছ থেকে ৩ হাজার টাকা ঘুষ গ্রহণের পরও তার ঘর বরাদ্দ দেয়া হয়নি। তিনি টাকা ফেরত চাইলে ইউপি সদস্য সেলিম হোসেন আগামীতে ভালো ঘর দেয়ার কথা বলে আরো ৫হাজার টাকা খরচ বাবদ তার কাছে দিতে বলেছে। ভুক্তভোগী সাজ্জাত হোসেন বলেন, আমাকে ঘর দেয়ার কথা বলে তিন হাজার টাকা নিলেও ঘর বরাদ্দ দেয়া হয়নি।

এখন টাকা চাইলে সেলিম হোসেন নতুন ঘর দেয়ার কথা বলে আরো ৫হাজার টাকা দাবি করছে। তিনি আরো বলেন, ঘর বরাদ্দ দেয়ার নামে ইউপি সদস্য অনেক অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। বিষয়টি নিয়ে তারা ইউপি চেয়ারম্যান আমলল উদ্দীনের কাছে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানালেও আজ পর্যন্ত কোন কিছ্ইু করেননি। অভিযোগের বিষয়ে ঝাউডাঙ্গা ২নং ওয়ার্ড সদস্য সেলিম হোসেনের সাথে যোগাযোগ করা হলে, তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রিপোর্ট করবেন না, আপনার সাথে দেখা করে সব বলবো। এবিষয়ে ঝাউডাঙ্গা ইউপি সদস্য আজমল উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
সূত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন: আবুল কাসেম সভাপতি, আসাদুজ্জামান সম্পাদক

সাতক্ষীরা প্রতিনিধি: অচলাবস্থা নিরসনে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিডিএফ প্রেসক্লাবের চড়ুইভাতির আয়োজনে কাব্যিক আড্ডা

নিজস্ব প্রতিনিধি: চুইভাতির আয়োজনে কাব্যিক আড্ডায় মেতে উঠেছিলেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ওবিস্তারিত পড়ুন

শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিসবিস্তারিত পড়ুন

  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাহিত্যপাতায় লেখা আহবান
  • স্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • সাতক্ষীরার জেয়ালা যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
  • নলতায় শিশুতোষ গ্রন্থ ও লিটল ম্যাগাজিন ‘মিতালী’র বর্ণাঢ্য প্রকাশনা উৎসব
  • সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভা
  • সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদকের পদত্যাগ
  • গ্রামের কথা নিউজ পোর্টাল’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ভারতীয় মালামাল আটক
  • সাতক্ষীরায় শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • শ্যামনগরে বিএসএফের পুশইন করা ৩ ভারতীয় কারাগারে, ৭৫ জনকে পরিবারে হস্তান্তর
  • সীমান্ত অপরাধরোধে সাতক্ষীরায় বিজিবির সচেতনতা মূলক সভা