শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মাসিক সভা, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণসহ কয়েকটি খবর

দেবহাটায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী রেবেকা সুলতানা প্রমুখ।
উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, সরকারি দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, উপজেলা জামায়াতের কর্মপরিষদের অন্যতম সদস্য ইসরাইল আশেকী মাকফুর, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় মাদক, সন্ত্রাস, চিংড়িতে পুষ, খাদ্যে ভেজাল মেশানো সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সেই সাথে খলিশাখালিতে ভূমিহীন নামধারী সন্ত্রাসীরা ব্যক্তি মালিকানা জমি দখল করে মাছ লুট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা চলছে। এবিষয়ে দ্রæত অপরাধীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটার সখিপুরে সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন

দেবহাটার সখিপুরে সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে^ অবস্থিত ঈষিকা অটো’র নতুন সংযোজন এ ডিলারশীপ শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের শুরুতে দোয়া মোনাজাত করা হয়। পরবর্তী আলোচনা সভা এবং কেক ও ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন ঘোষণা করেন ডিজিএম ইখতিয়ার হোসেন। অনুষ্ঠানে সাউদি ডিলার ও ঈষিকা অটো’র পরিচালক আনারুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বি.বি.এম.এলটি ডিজিএম ইখতিয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন লুব্রিকেন্ট অপারেশন এজিএম মাহবুবুর রহমান, লুব্রিকেন্ট এজিএম একরামুল হক, আর.এফ.এল এক্সক্লুসিভের ডেপুটি ম্যানেজার বনি আমিন, জোনাল ম্যানেজার কামরুল হাসান, এক্সক্লুসিভ শোরুম রিজিওনাল ম্যানেজার জুয়েল বাড়ৈ প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্কশপের মেকানিক, প্রাইভেটকার-মাইক্রো ও মোটরসাইকেল চালক উপস্থিত ছিলেন।

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা প্রশিক্ষণ

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের বাল্যবিবাহ বিষয়ক সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) আয়োজনে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করেন মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।


উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিআরডিপি’র সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন, মাঠ সংগঠক ফরিদা ইয়াসমিন, হুমায়ন গাজী, হিসাব সহকারী আসাদুজ্জামান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আখতার, ফারুক হোসেন প্রমুখ।
প্রশিক্ষনে বাল্যবিবাহ প্রতিরোধের উপায় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ ও সঠিক ভাবে উপায়ে সম্পন্ন করার বিষয়ে শিক্ষা দেওয়া হয়। পরে ইরেসপো প্রকল্পের আওতায় ছাত্রীদের মাঝে সঞ্চয়ী টাকার চেক ও স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।

দেবহাটায় হাত ধোয়া দিবস পালিত

স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় এ দিবস পালিত হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে হাত ধুয়ে দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশল সঞ্জয় মন্ডলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

ভূমি সংস্কার কমিশনার মিনাল কান্তির দেবহাটা ভূমি অফিস পরিদর্শন

দেবহাটা উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেছেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-ভূমি সংস্কার কমিশনার (উপ-সচিব) মৃনাল কান্তি দে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দেবহাটা উপজেলার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শনে আসেন তিনি। এসময় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরিফ নেওয়াজ, উপজেলা ভ‚মি অফিসের প্রধান সহকারী শেখ মোয়াজ্জেম হোসেন, নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, উপজেলা ভ‚মি অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী, কম্পিউটার অপরেটর বাপ্পা ঘোষ, মিউটেশন সহকারী অমিত কুমার বর, অফিস সহায়ক শেখ মোর্শেদ হোসেন, চেইনম্যান বেলাল হোসেন, অফিস সহায়ক আরমান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন।

দেবহাটায় বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন

দেবহাটার টাউন শ্রীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাফিজুর ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও দেবহাটা থানায় অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে গার্ড অব অনার শেষে কবরস্থানে দাফন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা আব্দুর হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় প্রকল্প অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় “সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প” এর অগ্রগতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা দেবহাটার শীর্ষ সন্ত্রাসী মামুন আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা দেহাটার শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি মাহমুদুল হাসান মামুনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশারবিস্তারিত পড়ুন

  • দেবহাটার সখিপুরের আবাসিক এলাকার সেই কারখানায় এসিল্যান্ডের অভিযান!
  • দেবহাটার কুলিয়া ইউনিয়ন হাফেজ কল্যাণ পরিষদের কমিটি গঠন: সভাপতি মনিরুল, সম্পাদক বাহারুল
  • দেবহাটার সখিপুরে আবাসিক এলাকায় কারখানা, মানছে না কোন বাঁধা
  • দেবহাটায় পথসভায় সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন সিদ্দিকী
  • দেবহাটা উপজেলায় দরদির এসোসিয়েট কমিটি গঠন
  • বিএনপি নেতাদের জড়িয়ে মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
  • দেবহাটায় মাজলিসুল মুফাসসিরীন উপজেলা কমিটি গঠন: সভাপতি আনোয়ারুল, সেক্রেটারী আমিরুল
  • দেবহাটায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
  • বর্ণাঢ্য আয়োজনে দেবহাটা প্রেসক্লাবের নব কমিটির অভিষেক অনুষ্ঠান
  • দেবহাটায় সিভিএ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা
  • দেবহাটায় বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত- ৬
  • সাতক্ষীরার নলতায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদের পায়তারা