শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রিয়াল মাদ্রিদের লিগ জয়ের সম্ভাবনা আরও কমে গেল

পয়েন্ট তালিকায় ফুটে উঠছে যে চিত্র, সেই বাস্তবতা অনেকটাই মেনে নিলেন কার্লো আনচেলত্তি। যদিও আশা ছাড়ছেন না তিনি পুরোপুরি। তবে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্রয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ স্পষ্ট করেই বললেন, লিগ শিরোপা জয় এখন আরও কঠিন হয়ে উঠল দলের জন্য তার।

চ্যাম্পিয়ন্স লিগে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ লা লিগায় ধুঁকছে।

গত কয়েকদিনের মধ্যেই তা দেখা গেল ভালোভাবে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় লিভারপুলের মাঠে ৫-২ গোলের দুর্দান্ত জয় পাওয়া রিয়াল লা লিগায় শনিবার (২৫ফেব্রুয়ারি) রাতে পয়েন্ট হারাল নিজেদের মাঠে আতলেতিকোর বিপক্ষে।
এই পয়েন্টও অবশ্য তাদের জন্য অনেকটা স্বস্তির। ১০ জনের আতলেতিকোর বিপক্ষে যে তারা পিছিয়ে পড়েছিল ৭৮তম মিনিটে।

মিনিট সাতেক পর গোল করে রিয়ালকে রক্ষা করেন ক্লাবের জার্সিতে মাত্র দ্বিতীয়বার মাঠে নামা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড আলভারো রদ্রিগেস। এই ড্রয়ের পর ২৩ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৫২। বার্সেলোনা শীর্ষে আছে আরও ৭ পয়েন্ট বেশি নিয়ে, ম্যাচও তারা খেলেছে একটি কম।
লিগের সম্ভাব্য বাস্তবতা তাই এখন মেনে নিচ্ছেন আনচেলত্তি।

এই ড্রয়ের জন্য রিয়াল মাদ্রিদ কোচ দায় দিলেন মানসিক ক্লান্তিকে। তিনি বলেন, এখনই আশার শেষ দেখছি না। তবে এটা ঠিক, লিগ শিরোপা জয় এখন খুবই কঠিন। আজকের ম্যাচের আগেও আসলে কঠিন ছিল, এখন আরও কঠিন হয়ে উঠল। তবে আমরা করে যাব চেষ্টা।

আনচেলত্তি আরও বলেন, আজকে শারীরিক সমস্যার চেয়ে মানসিক দিক থেকে আমরা বেশি ভুগেছি। যথেষ্ট তরতাজা ছিলাম না আমরা। বিশেষ করে, ওরা যখন ১০ জনের দল হয়ে গেল। আমরা ওদেরকে গোল করতে দিয়েছি এবং নিজেরা গুছিয়ে উঠতে পারিনি। প্রথমার্ধে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারলেও তাড়না খুব তীব্র ছিল না। পরে আমরা একজন বেশি নিয়ে খেলার ফায়দাও পারিনি নিতে।

হতাশার এই ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের বড় প্রাপ্তি রদ্রিগেসের পারফরম্যান্স। রিয়ালের ‘বি’ দল বা কাস্তিয়ার এই ফরোয়ার্ড সপ্তাহখানেক আগে প্রথমবার মাঠে নামেন মূল দলের হয়ে। ওসাসুনার বিপক্ষে সেদিন ৮৮তম মিনিটে নেমেই তার প্রতিভার ঝলক দেখান। দলের জয় নিশ্চিত করা গোলটি তিনি বানিয়ে দেন দারুণভাবে। ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, রদ্রিগেসকে মূল দলে নিয়মিত পেতে কাস্তিয়ার কোচ রাউল গনসালেসের সঙ্গে কথা বলবেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বিরল ঘটনা ফুটবলে, দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে বাংলাদেশ-ভুটান ম্যাচ

বৃষ্টি পড়ছে সকাল থেকেই। তারই মধ্যেই ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-২০বিস্তারিত পড়ুন

তালায় জুলাই আহ*ত-নিহ*তদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জুলাই আহত এবং নিহত শহীদদের স্মরণে তালায় যুব জামায়াতেরবিস্তারিত পড়ুন

‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সদস্য ছিলেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল
  • কলারোয়ার ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় সরসকাটি জয়ী
  • এশিয়ান কাপের চাবি এখনও হামজাদের হাতেই
  • দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হৃদয়ভাঙা হার হামজাদের
  • ৭টায় ম্যাচ, ২টার আগেই স্টেডিয়ামের বাইরে যেন জনসমুদ্র
  • আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্সে কে কত পেলেন
  • দুই কারণ দেখিয়ে এশিয়া কাপ স্থগিতের ঘোষণা
  • ফুটবলার হতে চাওয়া বুলবুল যেভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি
  • শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই আসছে আইসিসির নতুন নিয়ম