সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটার ৩টি জলমহল ইজারা গ্রহিতাদের দখল নিতে বললেন এসিল্যান্ড

মঘের মুল্লুকের মত রাজ কায়েম করে বিশেষ ক্ষমতাধর কতিপয় ব্যক্তি আশাশুনিতে ইজারা গ্রহিতাদেরকে লাল চক্ষু দেখিয়ে জলমল দখলে নিয়ে বহাল তবিয়তে ভোগ দখল করে চলেছেন। ফলে দীর্ঘ ৩/৪ বছর ধরে অসহায় মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা সরকারের ইজারা মূল্য পরিশোধ করে জলমহল ইজারা নেওয়ার পরও দখলে যেতে না পেরে চরম বিপত্তিতে রয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর বি ত ইজারা গ্রহিতারা লিখিত আবেদন করেছেন। ‘জাল যার জলা তার’ মাননীয় প্রধানমন্ত্রীর অবিস্মরনীয় ঘোষণা বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি জলমহালগুলো বিধি মোতাবেক মৎস্যজীবি সমবায় সমিতির অনুক‚লে ইজারা গ্রদান করে আসছেন প্রশাসন। উপজেলার কুন্দুড়িয়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ বেউলা জলমহাল১৪২৭ সাল থেকে, চাপড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ চাপড়া ওমরখালী জলমহাল ১৪২৭ সাল থেকে এবং মধ্যম চাপড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ মহেশ্বরকাটি হিমখালী জলমহল ১৪২৫ সাল হতে ইজারা গ্রহন করে আসছেন। কিন্তু বেউলা জলমহল বুধহাটা গ্রামের এজদান সরদার, রুবেল হোসেন ও বেউলা গ্রামের মোশাররফ হোসেন, চাপড়া ওমরখালী জলমহল সাতক্ষীরার কাশেমপুর গ্রামের জিল্লুর রহমান এবং মহেশ্বরকাটি জলমহল উত্তর চাপড়া গ্রামের আঃ সালাম ও আঃ রব দখল করে নিয়ে রেখেছেন।

বারবার কর্তৃপক্ষের কাছে, জন প্রতিনিধিদের কাছে ও মোড়র মাতব্বরের কাছে ধর্ণা দিলেও কোন কাজ হয়নি। বরং জবরদখলকারীরা হুমকী ধামকী দিয়ে মঘের মুল্লুকের ন্যায় জবর দখল বজায় রেখেছে। দীর্ঘদিন যাবৎ চরম ভাবে বি ত ও জবর দখলের শিকার ব্যক্তিরা বুধহাটা ইউপি চেয়ারম্যানের কাছে বিষয়টি তুলে ধরলে চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু উপজেলা পরিষদের মিটিং-এ বিষয়টি উত্থাপন করলে বি তদের লিখিত ভাবে অভিযোগ করতে সিদ্ধান্ত দেওয়া হয়। সিদ্ধান্ত মত কুন্দুড়িয়া সমিতির সভাপতি সঞ্জয় মন্ডল ও মধ্যম চাপড়া সমিতির সাধারণ সম্পাদক আঃ মান্নান বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। দায়িত্ব পেয়ে সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার সমিতির সদস্যদের নিয়ে বুধবার তার কার্যালয়ে বসেন। সকলের কথা শুনে ও কাগজপত্র নিরিখে অভিযোগ প্রমানিত হলে তিনি ইজারা গ্রহিতাদেরকে তাদের ইজারা নেওয়া জলমহলে দখলে যেতে নির্দেশনা প্রদান করেন।

আবেদনকারীরা জানান, ইজারা গ্রহনের সময় জিল্লুর রহমান আমিরুল ইসলামের মাধ্যমে তাদের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন, ইজরার কাজে লগবে বলে। পরবর্তীতে জমির দখলে যেতে চাইলে স্ট্যাম্পে স্বাক্ষর আছে কোন কিছু করলে মামলা করে দেওয়া হবে বলে হুমকী দিচ্ছে বলে অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু আবেদনকারীদের অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জাল যার জলা তার ঘোষণা দিলেও জবর দখলকারী ও তাদের সহযোগিরা জয়বাংলা শ্লোগান দিয়ে জননেত্রীর সুনাম নষ্ট করছে। তারা অবৈধ ভাবে প্রকৃত হকদারকে বি ত করে নিজেদের আখের গোছাতে কাজ করছে। এর প্রতিকার হওয়া দরকার।

বাংলাদেশ গেজেটে বলা হয়েছে, কোন অবস্থাতেই ইজারা নেওয়া জলমহল সাবলীজ অথবা কোন ব্যক্তি/গোষ্ঠিকে হস্তান্তর করতে পারবে না। করলে লীজ বাতিল হয়ে যাবে। তার পরও কিভাবে জবর দখল ও ছলনা করে অন্যের লীজকৃত জলমহল ২য় পক্ষ দখল করছে তা ভাববার বিষয়। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের কাছে ভুক্তভোগিরা আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

সাতক্ষীরার কলারোয়ায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। প্রতিদিনবিস্তারিত পড়ুন

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম যুবদল নেতা মাসুম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ‘আরার’ গ্রামে পাওনা টাকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
  • আশাশুনি আলহাজ্ব সামছুর রহমান এতিমখানায় ৪ শিক্ষার্থীর হেফজ সমাপ্ত ও দোয়া অনুষ্ঠান
  • সাতক্ষীরার আশাশুনিতে রাহি হত্যা মামলায় প্রধান আসামী গ্রেপ্তার
  • স্বর্ণের দুলের জন্য সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রী রাহিকে হত্যা
  • সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তা কর্তৃক সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরার আশাশুনিতে ৪ দলীয় আরাফাত রহ: কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন
  • আশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন
  • আশাশুনিতে মানবপাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা
  • বিএনপি নেতা আমানউল্লাহ আমানের সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ
  • আশাশুনির শ্রীউলায় এলজিইডির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ
  • আশাশুনিতে শিক্ষার গুণগত মানানয়ন শীর্ষক মতবিনিময় সভা
  • সাতক্ষীরার আশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু