শনিবার, নভেম্বর ২২, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মুরারীকাটীর অসহায় ‘তারা’র পাশে আজ কেউ নেই! সাহায্যের আকুতি (ভিডিও)

বাঁশঝাড়ের মাঝে ছোট্ট একটা কুঁড়েঘর, ঘরের চারপাশে নেই কোন বেড়া। ঘরে ছোট্ট একটা ভাঙ্গা বেঞ্চ, কেউ একজন দিয়েছিল, সেই বেঞ্চের উপর সারাদিন শুয়েই এখন কাটে তার জীবন। মাথার বালিশ নেই বলে শক্ত কাঠের পিঁড়ি মাথার নীচে। মাস দেড়েক হতে চললো একা এক নির্জন কুঁড়েঘরে তার ঠাঁই। সাতক্ষীরায় ভারতীয় ভ্যারিয়েন্টের করোনার বিস্তার ঘটতে শুরু করলে করোনার সকল প্রকার লক্ষণ তার ভিতর দেখা দেয়। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করে। ঘরে কোন খাবার নেই, রান্না করে দেয়ার কেউ নেই, ডাক্তার দেখানো বা ওষুধ কেনার কোন সামর্থ্য নেই। সীমাহীন কাশি, শ্বাসকশষ্টে ভুগে শরীর নাড়াতে পারেনা। তারপরও মানুষের একটুখানি সহানুভূতি পাওয়ার জন্য, অন্য মানুষের একটু ভালবাসা পাওয়ার জন্য রাঁতের আঁধারে অন্য প্রতিবেশীদের গোয়াল ঘরে গিয়ে আশ্রয় নিতে গিয়েও পারেনি। জীবনভর সুখে দুখে একসঙ্গে বাস করা প্রতিবেশীরা সর্বনাশা করোনার কাছে অসহায় হয়ে বাঁচতে চেয়েছে।

৬৫ বছর বয়সী সন্তানহীন বিধবা তারার সাতকূলে আপন বলতে কেউ নেই। স্বামীও দীর্ঘদিন কর্ম অক্ষম থেকে ও শারীরিক-মানসিক সমস্যায় ভুগে কয়েক বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। সামান্য একচিলতে জমিতে এই কুঁড়েঘরটুকুই তার সম্বল। প্রতিবেশীদের কেউ কেউ দূরে খাবার রেখে যায়, কেউ গ্রাম্য ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনে দেয়। তবে করোনাকালে গ্রামবাসী সবাই কম বেশী বিপর্যয়ের মধ্যে আছে, তাদেরও সীমাবন্ধতা আছে চারিদিকে। তারার দরকার নিয়মিত পুষ্টিকর খাবার, সঠিক চিকিৎসা, বর্ষাকালে সাপ-পোকা থেকে রক্ষা পেতে ঘরের সংস্কার।

দেড় মাস আগেও প্রতিবেশীদের বাড়ি বাড়ি ফুট-ফরমায়েশ খেটে তার খাওয়া জুটতো। গ্রামের মানুষ একবেলা না খেয়েও থাকতে পারে কিন্তু অন্য মানুষের সঙ্গে কথা না বলে এক ঘন্টাও থাকতে পারে না। সেই মানুষ দেড় মাস ধরে পথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রাস্তা থেকে কে একটু আসবে তার সঙ্গে কথা বলতে, একটু খাবার নিয়ে আসবে, একটু ওষুধ কিনে দিবে – এই আশায়।

এই ভিডিওটি আজ ৭ জুলাই ২০২১ সকাল ১১ টার দিকে ধারন করা। অভিমানী তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে চায় না। সামাজিক কুসংস্কার, যাদের সে আপন মনে করে সেই প্রতিবেশীদের দেখতে পারবে না, এমন অনেক আশংকা থেকে তার এই অভিমান। আগে থেকেই তার নানাবিধ শারীরিক জটিলতা বিদ্যমান। এই মূহুর্ত্তে তার দরকার সঠিক ও পুষ্টিকর খাবার, মানসিক সাপোর্ট, সঠিক চিকিৎসা। তার ছোট্ট কুঁড়েঘরটির উন্নয়নও জরুরী। দেখতেই পাচ্ছেন, কি জরাজীর্ণ অবস্থা কুঁড়েঘরটির। এই লেখাটা যখন লিখছি তখনো ভয়ংকর বৃষ্টি, বজ্রপাত চলছে। তার জায়গায় একটু নিজেকে দাঁড় করিয়ে কল্পনা করে দেখুন।

আমাদের সমাজে অনেক বিবেকবান ও মানবিক মানুষা আছেন যারা অন্যদের সাহায্য করেন, অনেকে জাকাত প্রদান করেন। আপনার সাহায্য থেকে, জাকাত থেকে একটুখানি কি এই অসহায় মানুষটাকে দেয়া যায় না? ১০০০ মানুষ ১০০ টাকা করে দিয়েও তার অপনজন হতে পারেন। এতে তার জীবন আবার স্বাভাবিক হবে, তার ঘরটা সংস্কার করা যাবে। আমার উপর যদি কারো আস্থা থাকে তবে আমার মাধ্যমে তাকে একটুখানি সহযোগীতা করতে পারেন। আপনার সহযোগীতার শতভাগ নায্য ব্যবহার হবে এই নিশ্চয়তা দিতে পারি। যদি কেউ তাকে সহযোগীতা করতে চান তবে আমার ইনবক্সে নক দিতে পারেন বা নীচের বিকাশ নাম্বারে পাঠাতে পারেন। পোস্টটি শেয়ার দিয়ে অন্যদের কাছেও পৌঁছানোর অনুরোধ থাকলো। আমি কোন জনপ্রিয় কেউ না, আপনাদের সবার শেয়ার হয়তো সঠিক মানুষের সামনে নিয়ে যাবে এই লেখাটা।

কেউ যদি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উত্তর মুরারীকাটী গ্রামের অসহায় ও দুঃখী তারার সঙ্গে কথা বলতে চান তবে আমাকে সেটাও জানাতে পারেন অথবা নীচের নাম্বারে কল দিতে পারেন। চাইলে সে ভিডিও কলে লাইভ কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। বিকাশ নাম্বার ও আরো জানার জন্যঃ 01785077250 (তৌফিক)

S M Saifur Rahman -এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার জয়নগরে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ

কলারোয়ার জয়নগর ইউনিয়নে দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ, মহিলা সমাবেশ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যুবদলের মতবিনিময়

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে কয়েকটি ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা লাল্টু ঢাকায় গ্রেফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা।। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরকার ঘোষিতবিস্তারিত পড়ুন

  • মানব পাচাররোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ক্যাম্পাইন
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা
  • কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা
  • কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
  • কলারোয়ায় বিভিন্ন মাদ্রাসায় বেঞ্চ বিতরণ
  • কলারোয়ায় গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের আয়োজনে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ
  • কলারোয়ায় জিআর বালিকা দাখিল মাদ্রাসায় সুধী ও মা সমাবেশ
  • কলারোয়ার শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠান
  • কলারোয়া উপজেলা সমিতি-ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব
  • কলারোয়ার কেঁড়াগাছিতে মহিলা সমাবেশ