বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত- ৯

যশোরের মণিরামপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী, একজন কলেজ ছাত্র নিহত হয়েছে। দুটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আট জন।

জানা গেছে- যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা ছাতিয়ানতলা নামক স্থানে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি-২০২৩) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় বিধানচন্দ্র রায় (৫৫) নামের এক আইনজীবীর নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।
নিহত আইনজীবী বিধানচন্দ্র রায় বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।
একই পরিবারে আহত চারজন হলেন- খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার এম এন জোয়ারদার (৫৬), হোসনেয়ারা (৫৪), জলি জোয়াদ্দার (৫০), শওকত আরা (৪২)। এ ছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসের চালক লিটন হোসেন (৪৫)।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে পাঠিয়েছে। পরে চিকিৎসক আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন- মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মঙ্গলবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে মাইক্রোবাসে চার ভাই-বোন চুকনগর হয়ে ঝিনাইদহ যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মণিরামপুরের ছাতিয়ানতলা পৌঁছালে কেশবপুরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে।
সকালে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে এনেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে বিধানচন্দ্র রায় নামের একজন আইনজীবীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অপর দিকে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া জামতলা মোড়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাকিবুল হাসান রনি (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি-২০২৩) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী।
নিহত রনি মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাগডোব গ্রামের নুরুন্নবীর ছেলে ও স্থানীয় মাতৃভাষা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারি উপ পরিদর্শক (এএসআই) মিলন হোসেন বলেন- মঙ্গলবার বিকেলে রনি মোটরসাইকেল চালিয়ে খেদাপাড়া বাজারের দিকে যাচ্ছিলো। এসময় কোদলাপাড়া জামতলা নামক স্থানে পৌঁছুলে খেদাপাড়া বাজারের দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম হয় রনি।
এএসআই মিলন বলেন- মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হওয়া ইজিবাইকে তিনজন যাত্রী ছিলেন। সংঘর্ষে ইজিবাইকের চালকসহ যাত্রীরা আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান এ দুটি দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার বাকোশপোল মোড় এলাকায় ট্রলির সঙ্গেবিস্তারিত পড়ুন

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নি*হ*ত

হেলাল উদ্দিন : যশোর-চুকনগর সড়কের মনিরামপুর উপজেলার জালঝাঁড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় পুকুরে পড়ে কৃষকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ধানক্ষেতে কীটনাশক স্প্রে করারবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে পরকীয়া প্রেমিকাকে কু*পি*য়ে হ*ত্যা*র পরে হারপিক পানে প্রেমিকের আ*ত্ম*হ*ত্যা
  • রাজগঞ্জে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত
  • রাজগঞ্জে দেখা মিলছে শীতকালীন সবজি
  • ছয়দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, স্থবির টিকাদানসহ মৌলিক স্বাস্থ্যসেবা
  • ভবদহ অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধানে জামায়াতে ইসলামী’র সমাবেশ
  • বিএনপির বর্ষিয়ান নেতা মুছার দ্বিতীয় জানাজায় হাজার হাজার মানুষের ঢল
  • গৃহবধূকে কুপিয়ে হত্যা: হারপিক পানে আসামির আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা
  • মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মুছা আর নেই
  • জাতীয় প্রেসক্লাব হবে মফস্বলের সবার প্রেসক্লাব
  • মনিরামপুরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে গৃহবধূকে কু*পি*য়ে হ*ত্যা
  • রাজগঞ্জে সবুজে ঘেরা আমনের মাঠে ব্যস্ত কৃষক
  • যশোরের মনিরামপুরে ভূমিকম্প অনুভূত