রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিএনপির কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের হামলা-পাল্টা হামলা, আহত ১২

যশোরের মণিরামপুরে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলাসহ দলের অস্থায়ী কার্যালয়ের আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৭ জুন-২০২২) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দলের সাধারণ নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মঙ্গলবার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম মিজানুর রহমান ও খান শফিয়ার রহমানসহ দলের কতিপয় নেতা উপজেলার ভোজগাতী ইউনিয়নের ওয়ার্ড কমিটি করতে যায়। এ সময় স্থানীয় যুবদল নেতা জামির হোসেনের নেতৃত্বে একদল যুবক আয়েশা বেগম নামের এক নারী কর্মীর উপর হামলা করে। এ ঘটনার পর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম মিজানুর রহমান ঘটনাস্থল ত্যাগ করেন।
বিষয়টি থানা পর্যায়ে গড়ালে মুছা গ্রুপের সমর্থকরা ওইদিন জামির হোসেন, ইমরান, আরিফুল ইসলামের উপর হামলা করে। এতে যুবদল নেতা জামির হোসেনের পা ভেঙ্গে দেওয়াসহ ছাত্রদল নেতা আরিফুল ও ইমরান হোসেন আহত হয়। আহতদেরকে মণিরামপুর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেমে থেমে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে।
পরে মুছা গ্রুপের ইজাজুল ইসলাম ও মহিবুল আলম মামুনকে পিটিয়ে আহত করে শহীদ ইকবাল গ্রুপের সমর্থকেরা। মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব আবদুল হাইকে মুছা গ্রুপের সমর্থকেরা তল্লাশী করে এবং তাদের বাড়িতে ইট পাটকেল ছোঁড়ে।
এদিকে বুধবার (০৮ জুন-২০২২) দুপুরে শহীদ ইকবাল হোসেন গ্রুফের সমার্থক যুবদল নেতা ফরাদ হোসেন এবং ছাত্রদল নেতা সাজিদ হোসেনকে পৌর শহরের উত্তরমাথায় মারপিট করে গুরুতর আহত করে মুছা গ্রুপের সমার্থকরা। আহতরা মণিরামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়- রাত ১১টার দিকে মুছা গ্রুপের কর্মী সমর্থকেরা বিএনপির নারকেল পট্টির অস্থায়ী কার্যালয়ের চেয়ার-টেবিল ও ফ্যান ভাংচুর করে। অবশ্য থানা বিএনপির আহ্বায়ক দলীয় কার্যালয় ভাংচুরের বিষয়টি অস্বীকার করে তিনি দাবী করেন, একদল দূর্বৃত্তরা চুরি করার উদ্দেশ্যে দরজা ভেঙ্গে কার্যালয়ের ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র চুরি করেছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত এসব ঘটনায় কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই আলম সিদ্দীকি।
দলের সিনিয়র নেতাদের গ্রুপিং-হামলা ও পাল্টা হামলার ঘটনার পর পৌর শহরসহ ইউনিয়ন পর্যায়ে দলের নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিলো।

একই রকম সংবাদ সমূহ

দুর্ঘটনায় যশোরের রাজগঞ্জের যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন : দুর্ঘটনায় আহত শান্ত চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর হাসপাতালে মৃত্যুবিস্তারিত পড়ুন

মনিরামপুরে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রেমিকার মৃ*ত্যু

হেলাল উদ্দিন : যশোরের মণিরামপুরে মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমাবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন

হেলাল উদ্দিন : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুনবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের ধারে রোপন করা প্রায় শতাধিক তালগাছ নিধন
  • মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • রাজগঞ্জের খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি, বিপাকে শ্রমজীবী ও নিম্ন্নআয়ের মানুষ
  • রাজগঞ্জে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু
  • মনিরামপুরে মানবাধিকার সুরক্ষা দলের বার্ষিক প্রশাসনিক সভা
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত-২
  • যশোরের মণিরামপুরের শ্যামকুড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে খুচরা বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি
  • রাজগঞ্জে গাড়ীর হর্ন আর মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ শিক্ষার্থীদের লেখাপাড়ায় বিঘ্ন ঘটছে
  • মনিরামপুরে পৃথক ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃ*ত্যু
  • মুন্সিখানপুরে ব্যাতিক্রমী ৮ দলীয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
  • রাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু