দেবহাটায় টাইটানিক জাহাজের আদলে পূজা মণ্ডপ, ভক্ত-দর্শনার্থীদের ভিড়
সাতক্ষীরার দেবহাটায় এবার ৫৮১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলে পাড়ায় টাইটানিক জাহাজের আদলে তৈরি ব্যতিক্রমী এ পূজা মণ্ডপ নজর কাড়ছে সবার। দিন যতই ঘনিয়ে আসছে ততই ভক্ত-দর্শনার্থীদের ভিড় বাড়ছে এ পূজা মন্ডপে।
দর্শনার্থী আনন্দমহন সাহা নামে একজন শিক্ষক বলেন, জেলার মধ্যে এটি একমাত্র ব্যতিক্রমী পূজা মণ্ডপ। এখানে ১০৮ বছর আগের ইতিহাসের টাইটানিক জাহাজের আদলে প্যান্ডেল ও মণ্ডপ গড়ে তোলা হয়েছে। সে কারণে পরিবার নিয়ে চলে আসছি দেখতে। বাচ্চারা খুবই মজা করছে। বর্ণাঢ্য আলোকসজ্জা পূজা মন্ডপ দেখে। সেই সাথে দর্শনার্থীদের নজর কেড়েছে।
জেলেপাড়া মন্দির কমিটির সভাপতি কার্তিক মিস্ত্রি বলেন, করোনা মহামারির কারণে গেল বছর আমরা পূজায় বড় কোনো আয়োজন করতে পারিনি। এ বছর ভক্তদের নজর কাড়তে এই ব্যতিক্রমী পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে। প্রতিদিন এখানে প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের আগমন হচ্ছে।
দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলেয়াপাড়া সার্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলিপ সরকার বলেন, আমাদের এখানে প্রতি বছর নতুন আঙ্গিকে দুর্গাপূজা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার টাইটানিক জাহাজের আদলে নির্মিত হয়েছে মণ্ডপ। এটি তৈরি করতে প্রায় এক মাস সময় লেগেছে।
তিনি আরও বলেন, আমাদের প্রতি বছরই ব্যতিক্রম কিছু করার চেষ্টা থাকে। এ বছরও প্রচুর মানুষ আমাদের পূজার আয়োজনে শামিল হয়েছেন। জেলা শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে হওয়ায় অনেকেই সহজেই চলে আসতে পারছেন। শুধু শহরের মানুষ নয় খুলনা, যশোরসহ আশপাশের আরও বিভিন্ন এলাকার মানুষ এটি দেখতে আসছেন। করোনা মহামারির কথা মাথায় রেখে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। প্যান্ডেল, ডিজিটাল প্রতিমা, বর্ণাঢ্য আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
সাতক্ষীরা জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ জানান, জেলায় এবার ৫৮১টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। প্রতিটি মন্দিরে প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর তালিকা করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান ।
দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, পূজা উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সবাই প্রস্তুত রয়েছে। সনাতন ধর্মাবলম্বী মানুষ যেন নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে সে বিষয়ে সব প্রস্তুতি রয়েছে। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙখলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত আছে বলেও তিনি জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)